ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাবি সংবাদদাতা
  • Update Time : ০২:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ১৬ Time View

ঢাবি শিক্ষার্থী সঞ্জু। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে লাফ দিয়ে সঞ্জু বাড়ই (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হলটির নবনির্মিত রবীন্দ্র ভবনে এ ঘটনা ঘটে। জানা গেছে, সঞ্জু ঢাবির নৃ-বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

মারা যাওয়ার আগে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’

ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর বলেন, প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

তিনি জানান, পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছেন। তবে কীভাবে পড়েছেন বা লাফ দিয়েছেন কি না, তা বলতে পারছেন না।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

Please Share This Post in Your Social Media

হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাবি সংবাদদাতা
Update Time : ০২:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে লাফ দিয়ে সঞ্জু বাড়ই (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হলটির নবনির্মিত রবীন্দ্র ভবনে এ ঘটনা ঘটে। জানা গেছে, সঞ্জু ঢাবির নৃ-বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

মারা যাওয়ার আগে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’

ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর বলেন, প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

তিনি জানান, পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছেন। তবে কীভাবে পড়েছেন বা লাফ দিয়েছেন কি না, তা বলতে পারছেন না।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।