স্যামসাংকে টপকে যাচ্ছে অ্যাপল!
- Update Time : ০৭:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ২৪ Time View
এ বছর আইফোন ১৭-এর বিক্রি বেড়ে যাওয়াল ফলে বাজারে ফোন সরবরাহের ক্ষেত্রে স্যামসাংয়ের চেয়ে এগিয়ে থাকতে পারে আইফোন নির্মাতা মার্কিন কোম্পানি অ্যাপল।
প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’ বলছে, এ বছর বিশ্বের সেরা ফোন নির্মাতা হিসেবে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি স্যামসাংকে সরিয়ে আবার প্রথম স্থানে উঠে আসতে পারে অ্যাপল।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি ও মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, অ্যাপলকে এ অবস্থান পেতে সাহায্য করবে কোম্পানিটির আইফোন ১৭ সিরিজের বিক্রি।
প্রতিবেদন অনুসারে, এ বছর অ্যাপল ২ কোটি ৪৩ লাখ ফোন বাজারে আনবে এবং ২ কোটি ৩৫ লাখ বাজারে আনবে স্যাসমাং। এতে বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারের প্রায় ১৯ দশমিক ৪ শতাংশ দখল করবে অ্যাপল। এতে করে স্যামসাংয়ের তুলনায় এক শতাংশেরও কম এগিয়ে যাবে অ্যাপল।
কাউন্টারপয়েন্ট বলছে, নতুন আইফোন ১৭ সিরিজ বাজারে আসার পর প্রথম চার সপ্তাহে এর বিক্রি আইফোন ১৬ সিরিজের তুলনায় ১২ শতাংশ বেশি হয়েছে। মার্কিন শুল্ক নিয়ে ‘শুরুতে যতটা সমস্যা হবে বলে ধারণা ছিল বাস্তবে ততটা প্রভাব পড়েনি। ফলে আইফোনের দাম খুব বেশি বাড়েনি। এ কারণে বিক্রি বেড়েছে।
প্রযুক্তি সাইট ভার্জ প্রতিবেদনে লিখেছে, বিগত কয়েক বছরে ফোন বাজারে আনা বা সরবরাহের ক্ষেত্রে কোন কোম্পানি শীর্ষে রয়েছে সে সম্পর্কে ভিন্ন তথ্য দিয়েছেন বিভিন্ন বিশ্লেষক।
তবে কাউন্টারপয়েন্ট-এর হিসাব অনুসারে, ১৪ বছর পর এবারই প্রথম ফোন সরবরাহের সংখ্যা দিয়ে স্যামসাংকে ছাড়িয়ে যাবে অ্যাপল।
আইফোন এয়ার নিয়ে গ্রাহকদের ম্লান সাড়া বা এআই প্রযুক্তিতে অ্যাপলের অগ্রগতি নিয়ে প্রশ্ন– কোনো কিছুই আইফোন ১৭ সিরিজের সামগ্রিক সাফল্যে তেমন কোনো বাধা তৈরি করতে পারেনি।
আগামী বছরের বসন্তে আরও সাশ্রয়ী মডেল ‘আইফোন ১৭ই’ বাজারে আনতে পারে অ্যাপল। পাশাপাশি ভবিষ্যতে নিজেদের প্রথম ফোল্ডএবল আইফোনও বাজারে আনার পরিকল্পনা করছে কুপারটিনোভিত্তিক কোম্পানিটি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়










































































































































































































