বিআইডব্লিউটিসিনামা-১
স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের দখলে বিআইডব্লিউটিসি: হোতা আশিকুজ্জামান
- Update Time : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১০ Time View
দক্ষিণ এশিয়ার লেডি হিটলার খ্যাত স্বৈরাচারিনী শেখ হাসিনার দোসররা এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। বিআইডব্লিউটিসি এমনই একটি সংস্থা, এখানে দুর্নীতিবাজদের আঁখড়া।
জানা যায়, এই দুর্নীতিবাজদের বর্তমান হোতা পরিচালক বাণিজ্য এস এম আশিকুজ্জামান। অভিযোগ রয়েছে, এই আশিকুজ্জামান ৫০ কোটি টাকার বিনিময়ে সাবেক চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাসকে বশ করে সিনিয়র এস এম নাসিমকে ডিঙ্গিয়ে প্রমোশন নেন। এস এম নাসিমকে বিএনপি-জামায়াত ঘরানার বলে চিহ্নিত করা হয়। বর্তমান চেয়ারম্যান সঞ্জয় কুমার দাসকে তিনি প্রভাবিত করে রেখেছেন।
আরো জানা যায়, সাবেক মন্ত্রী শাজাহান খানকেও তিনি কোটি টাকার উপটৌকন দেন। মন্ত্রীর পিএস শেখ বোরহানকে দেয়া হয় ২০ লাখ টাকা। নৌ মন্ত্রণালয়ের অফিসের ব্যক্তিগত কর্মকর্তা একই জেলার সেকান্দারকে দেয়া হয় ২ লাখ টাকা। এই কাহিনী রূপকথার মতো শোনালেও তারা যেখানে প্রয়োজন সেখানেই টাকা ঢালেন।টাকার জোরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সচিব মোস্তফা কামালও হয়ে যান আশিকুজ্জামানের লোক।
বিআইডব্লিউটিসিতে যিনিই চেয়ারম্যান হোন না কেন তাকে তিনি কোন মূল্যায়ন করেন না বলেও অভিযোগ রয়েছে। তিনি এই সংস্থার প্রত্যেকটি সেক্টর থেকে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এটা যেন তার কাছে লুটের ভান্ডার। তার ক্ষমতার উৎস কোথায় কেউ জানে না। বিআইডব্লিউটিসিতে এখানো আশিকুজ্জামানের সিন্ডিকেট শক্তিশালী। তারাই এখনো বহাল তবিয়তে আছেন। (চলবে)