স্বপ্নের মেট্রোরেলে ভ্রমণ করলেন ৩০০ সাংবাদিক

- Update Time : ০৯:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ২১৫ Time View
রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৩০০ সাংবাদিক ভ্রমণ করলেন মেট্রোরেল। প্রেস ক্লাব থেকে যাত্রা করে উত্তরার উত্তর স্টেশনে নেমে মেতেছিলেন তুমুল আড্ডায়। সঙ্গে ছিল সংগীতশিল্পী বৃষ্টি দের কণ্ঠে চমৎকার সব গানের পরিবেশনা। প্রায় দেড় ঘণ্টার ওই আড্ডায় যোগ দিয়েছিলেন সিনিয়র সাংবাদিকরাও।
রোববার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টায় মেট্রোরেলের প্রেসক্লাব স্টেশন থেকে যাত্রা শুরু করে সোয়া ৯টায় উত্তরার উত্তর স্টেশনে পৌঁছান সাংবাদিকরা।
মেট্রোরেল ভ্রমণে সহযাত্রী ছিলেন বাংলাদেশ অবজারভারের সম্পাদক ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম ও বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদসহ সিনিয়র সাংবাদিকরা।
মেট্রোলের উত্তর স্টেশন এলাকায় সকালের নাস্তা শেষে গান পরিবশেন করেন শিল্পী বৃষ্টি দে। গান শেষে সব সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফটোসেশন। সবেশেষে সাংবাদকিরা সকাল ১১টা ১০ মিনিটে মেট্রোরেলে চড়ে আবারও প্রেসক্লাব আসেন।
নওরোজ/এসএইচ