ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্টেপ আপ ফর টুমরোর উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ

লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : ০২:৫৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / ১৩২ Time View

কুড়িগ্রাম নাগ্বেশরীর নুন খাওয়া চরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্টেপ আপ ফর টুমরো নামক একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে বন্যা কবলিত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে এই সংগঠনের সদস্যরা ক্রাউড ফান্ডিং করে সাহায্যের হাত বাড়িয়েছেন। ১৫০ টি পরিবারে মাথাপিছু ৫ জন ধরে ৭ দিনের শুকনা খাবার পৌছে দেয়।খাবারের মধ্যে ছিলো – খাবার স্যালাইন, ডায়রিয়ার ওষুধ, নাপা এক্সটেন্ড, চিড়া, গুড় এবং মোমবাতি।

সংগঠনের সদস্যরা এসব চ্যালেঞ্জিং কাজ করছেন সম্পূর্ণ নিজ উদ্যোগে।

মানব সেবার ব্রত নেওয়া স্টেপ আপ ফর টুমরোর প্রতিষ্ঠাতা মুবাশ্বিরা তাসনীম জানান, ২০২৩ সালের শেষের দিকে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায্যতা,মানসিক স্বাস্থ্য,নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করি। সময়ের সাথে অনেক তারুণ্যে এসেছে এই মহৎ কাজ। সমাজ এবং সমাজের মানুষের পাশে সবসময়ই আমরা অবস্থান করি। এই বন্যাকবলিতদের মাঝে যে ত্রাণ দেওয়া হয়েছে এর সম্পূর্ণ অর্থ আমরা ক্রাউড ফান্ডিং করে করেছি। এবছর StepUp 4 Nature’s fury নামকরণ করে প্রজেক্টটি শুরু করেছি। ইচ্ছে আছে উচ্চ মহলের কেউ আমাদের সাপোর্ট করলে আমরা প্রজেক্ট চলমান রাখব।

সংগঠনটির সক্রিয় সদস্য নুজহাত ই জাহান তার অভিমত জানিয়ে বলেন, আমরা স্বেচ্ছায় এই কাজে অংশ নিয়েছি এবং নিজেদের ও ক্রাউড ফান্ডিং করে যে অর্থ হয়েছে তা দিয়ে এই বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজবাহুল হাসান রিফাত, ট্রেজারার মোছা ফারিয়া খাতুন পরশ, সাধারন সদস্য, সোহাগ কুমার, নুজহাত ই জাহান, ইসতিয়াক আহমেদ লায়ন,অংকুর মাহমুদ, আল আমিন সরকার,মেহেদি আল হাসান, রবিউল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

স্টেপ আপ ফর টুমরোর উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ

লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি
Update Time : ০২:৫৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

কুড়িগ্রাম নাগ্বেশরীর নুন খাওয়া চরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্টেপ আপ ফর টুমরো নামক একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে বন্যা কবলিত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে এই সংগঠনের সদস্যরা ক্রাউড ফান্ডিং করে সাহায্যের হাত বাড়িয়েছেন। ১৫০ টি পরিবারে মাথাপিছু ৫ জন ধরে ৭ দিনের শুকনা খাবার পৌছে দেয়।খাবারের মধ্যে ছিলো – খাবার স্যালাইন, ডায়রিয়ার ওষুধ, নাপা এক্সটেন্ড, চিড়া, গুড় এবং মোমবাতি।

সংগঠনের সদস্যরা এসব চ্যালেঞ্জিং কাজ করছেন সম্পূর্ণ নিজ উদ্যোগে।

মানব সেবার ব্রত নেওয়া স্টেপ আপ ফর টুমরোর প্রতিষ্ঠাতা মুবাশ্বিরা তাসনীম জানান, ২০২৩ সালের শেষের দিকে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায্যতা,মানসিক স্বাস্থ্য,নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করি। সময়ের সাথে অনেক তারুণ্যে এসেছে এই মহৎ কাজ। সমাজ এবং সমাজের মানুষের পাশে সবসময়ই আমরা অবস্থান করি। এই বন্যাকবলিতদের মাঝে যে ত্রাণ দেওয়া হয়েছে এর সম্পূর্ণ অর্থ আমরা ক্রাউড ফান্ডিং করে করেছি। এবছর StepUp 4 Nature’s fury নামকরণ করে প্রজেক্টটি শুরু করেছি। ইচ্ছে আছে উচ্চ মহলের কেউ আমাদের সাপোর্ট করলে আমরা প্রজেক্ট চলমান রাখব।

সংগঠনটির সক্রিয় সদস্য নুজহাত ই জাহান তার অভিমত জানিয়ে বলেন, আমরা স্বেচ্ছায় এই কাজে অংশ নিয়েছি এবং নিজেদের ও ক্রাউড ফান্ডিং করে যে অর্থ হয়েছে তা দিয়ে এই বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজবাহুল হাসান রিফাত, ট্রেজারার মোছা ফারিয়া খাতুন পরশ, সাধারন সদস্য, সোহাগ কুমার, নুজহাত ই জাহান, ইসতিয়াক আহমেদ লায়ন,অংকুর মাহমুদ, আল আমিন সরকার,মেহেদি আল হাসান, রবিউল ইসলাম প্রমুখ।