সৌদির ক্লাবের সঙ্গে মেসির চুক্তি খবর উড়িয়ে দিলেন বাবা

- Update Time : ১০:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ২১৪ Time View
সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে লিওনেল মেসির চুক্তি হয়ে গেছে বলে খবর দিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তাদের বরাত দিয়ে ফরাসি গনমাধ্যমগুলোও এ সংবাদ প্রকাশ করে। তবে এ খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন মেসির বাবা হোর্হে মেসি, যিনি মেসির এজেন্টও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে মেসির বাবা জোর দিয়ে বলেছেন, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত মেসির ভবিষ্যতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
হোর্হে মেসি বলেন, ‘পরের মৌসুমের জন্য কোনো ক্লাবের সঙ্গে কোনো রকম চুক্তি হয়নি। পিএসজির হয়ে লিওনেল লিগ শেষ করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। মৌসুম শেষ হলে এই ব্যাপারে বিশ্লেষণ করার এবং তারপর সিদ্ধান্ত নেওয়ার সময় হবে।’
সৌদির ক্লাবের সঙ্গে মেসির চুক্তির খবরকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, ‘সবসময়ই নানারকম গুজব থাকে। কিন্তু সত্য স্রেফ একটি। আমরা নিশ্চিত করতে পারি যে, কারো সঙ্গেই কোনো চুক্তি হয়নি।’
এমনকি মৌখিকভাবেও সম্মত হওয়া মতো ঘটনা ঘটেনি বলে জানান মেসির বাবা।