ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের যুবকের মর্মান্তিক মৃত্যু

মেহবুব মনি
  • Update Time : ০৪:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ৫২ Time View

ওমর ফারুক

সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৩৭) নামে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার দিবাগত রাতে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সৌদি আরবের জিসান শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি সৌদি আরবের জিসান শহরে আল মারাই কোম্পানিতে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সংসারে স্বচ্ছলতা ফেরাতে চার বছর আগে ফারুক সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি জিসান শহরে আল মারাই কোম্পানিতে কর্মরত ছিলেন। অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওমর ফারুকের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। ওমর ফারুকের মৃত্যুর খবর শুনে তার স্ত্রী-সন্তান ও নিকটাত্মীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।

নিহতের স্বজনরা জানান, ওমর ফারুক নম্র, ভদ্র ও পরিশ্রমী ছিলেন। তার এভাবে চলে যাওয়া পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে।

মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম জানান, সৌদি আরবে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের যুবকের মর্মান্তিক মৃত্যু

মেহবুব মনি
Update Time : ০৪:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৩৭) নামে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার দিবাগত রাতে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সৌদি আরবের জিসান শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি সৌদি আরবের জিসান শহরে আল মারাই কোম্পানিতে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সংসারে স্বচ্ছলতা ফেরাতে চার বছর আগে ফারুক সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি জিসান শহরে আল মারাই কোম্পানিতে কর্মরত ছিলেন। অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওমর ফারুকের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। ওমর ফারুকের মৃত্যুর খবর শুনে তার স্ত্রী-সন্তান ও নিকটাত্মীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।

নিহতের স্বজনরা জানান, ওমর ফারুক নম্র, ভদ্র ও পরিশ্রমী ছিলেন। তার এভাবে চলে যাওয়া পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে।

মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম জানান, সৌদি আরবে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।