সোলসের নতুন গান ‘যদি দেখো’

- Update Time : ০৬:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১২৫ Time View
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় সোলস তাদের তৃতীয় গান ‘যদি দেখো’ ভিডিওসহ প্রকাশ করেছে।
গানটি লিখেছেন সিডনি প্রবাসী ইফতেখার সুজন। সুর ও সঙ্গীত পরিচালনা ও কন্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া। যদি দেখো গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘কয়েকবছর আগে অস্ট্রেলিয়ায় শো করার সময় আমরা সিডনি প্রবাসী ইফতেখার সুজনের সাথে এই গানটি তৈরি করি। আড্ডার ছলে গান হয়েছে, তাই আমরা নামকরন করেছি আড্ডাবাজি।’
আড্ডাবাজি প্রসঙ্গে এই গায়ক ও সুরকার বলেন, ‘আমরা দেশে এবং বিদেশে কিছু মিউজিশিয়ান,গায়ক-গায়িকা এবং গীতিকারদের সাথে কাজ করেছি। এটি হচ্ছে আমাদের প্রথম প্রয়াস।
তাই এটা আড্ডাবাজি-০১।’ গানটির ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও বাংলাদেশে ভিডিওটি একেবারেই অপেশাদারভাবে ধারন করা হয়েছে।
আমরা গান শোনাতে চাই,ভিডিও মুখ্য নয়।’ ‘যদি দেখো’ গানটি সোলসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দর্শকরা উপভোগ করতে পারবেন।