ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তথ্য, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টার শোক ‘রাষ্ট্রীয় পুরস্কার নিজ হাতে আমার গলায় পরিয়ে দিয়েছিলেন’ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম: শেখ হাসিনা ৩০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন জমা খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত: মমতা ব্যানার্জি স্বামীর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার সাড়ে ৩টায় খালেদা জিয়ার দাফন খালেদা জিয়ার মৃত্যুর খবরে জকসু নির্বাচন স্থগিত খালেদা জিয়ার মৃত্যুর পেছনে হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা

সুপার ইন্টেলিজেন্স টিম বানাল মাইক্রোসফট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • Update Time : ০২:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৪২৪ Time View

‘মানবতার সেবার জন্য’ কোম্পানিটির এআই প্রধান মুস্তাফা সুলেইমানের নেতৃত্বে সুপার ইন্টেলিজেন্স টিম গঠন করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত বৃহস্পতিবার কোম্পানিটি বলেছে, নতুন একটি দল গঠন করছে তারা, যে দলের ওপর থাকবে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণার দায়িত্ব।

এক ব্লগ পোস্টে ‘এমএআই সুপার ইন্টেলিজেন্স টিম’ নামের এআই দল গঠনের ঘোষণা দিয়েছেন সুলেইমান নিজেই। তিনি বলেছেন, এ দলে রয়েছেন বিং ও কোপাইলটের সহকারীরা এবং দলটির নেতৃত্বে দেবেন তিনি।

এআই প্রধান মুস্তাফা সুলেইমান

সুলেইমান লিখেছেন, “আমরা বাস্তব ও স্পষ্ট সমস্যা সমাধানে এ দলটি গঠন করেছি, যাতে এআইয়ের চলমান ধারা স্থির ও নিয়ন্ত্রণে থাকে। আমরা অস্পষ্ট বা অলৌকিক কোনো সুপার ইন্টেলিজেন্স তৈরি করছি না। আমরা এমন এক ব্যবহারিক প্রযুক্তি তৈরি করছি, যা বিশেষভাবে কেবল মানবতার সেবার জন্যই তৈরি।”

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি লিখেছে, ফেইসবুকের মূল কোম্পানি মেটা নিজেদের নতুন ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’-এর জন্য এআই গবেষণা ও পণ্য তৈরির কাজে কোটি কোটি ডলার অর্থ খরচ করে কর্মী নিয়োগের কয়েক মাস পরই এমন সিদ্ধান্ত নিল মাইক্রোসফট।

‘সুপার সুপারইন্টেলিজেন্স’ শব্দটি সাধারণত এমন সিস্টেমের জন্য ব্যবহৃত হচ্ছে, যেগুলোর বুদ্ধিমত্তা মানুষের চেয়েও বেশি বলে ধরা হয়।

এআই ল্যাব ‘ডিপমাইন্ড’-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন সুলেইমান, যা ২০১৪ সালে কিনে নেয় মার্কিন সার্চ জায়ান্ট গুগল। ২০২২ সালে গুগল ছেড়ে যাওয়ার পর এআই স্টার্টআপ ‘ইনফ্লেকশন’-এর সহ-প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দিয়েছেন তিনি। গত বছর সুলেইমান এবং আরও বেশ কয়েকজন ইনফ্লেকশন কর্মীকে নিয়োগ দিয়েছে মাইক্রোসফট।

প্রধান এআই ইঞ্জিনিয়ার ও গবেষকদের দ্রুত নিয়োগের পাশাপাশি নিজেদের বিভিন্ন পণ্যে জেনারেটিভ এআই সক্ষমতা যোগ করে তা আরও শক্তিশালী করছে বিশ্বের শীর্ষ বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। এআইয়ের এই উত্থান শুরু হয়েছে ২০২২ সালে ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটি চালুর পর।

মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং ও সফটওয়্যার সহায়ক কোপাইলট ব্যবহার করে ওপেনএআইয়ের মডেল। একই সময়ে নিজেদের এআই কাজ চালানোর জন্য মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড ব্যবহার করছে ওপেনএআই। এ ছাড়া, পুনর্গঠন চুক্তির পর ওপেনএআইতে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি ডলারের শেয়ার পেয়েছে মাইক্রোসফট।

তবে ওপেনএআইয়ের ওপর নির্ভরশীলতা কমাতে পদক্ষেপ নিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। ইনফ্লেকশন চুক্তির পর গুগলের এআই মডেল ও এআই স্টার্টআপ অ্যানথ্রপিকের মডেলও ব্যবহার করছে মাইক্রোসফট। ওপেনএআইয়ের সাবেক কর্মীরা প্রতিষ্ঠা করেছেন অ্যানথ্রপিক।

ব্লগ পোস্টে সুলেইমান লিখেছেন, নতুন মাইক্রোসফট এআই গবেষণা দলটি মানুষের জন্য সহায়ক এআই তৈরির দিকে মনোযোগ দেবে, যা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সাহায্য করবে। পাশাপাশি চিকিৎসা ও পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের মতো সীমিত ক্ষেত্রেও বিশেষভাবে কাজ করবে দলটি।

“আমরা পুরোপুরিভাবে রোগ নির্ণয়ের সব ক্ষেত্রে বিশেষজ্ঞ স্তরের সক্ষমতা পাওয়ার চেষ্টা করব। পাশাপাশি কার্যকরী চিকিৎসা পরিবেশে উচ্চ সক্ষমতাওয়ালা পরিকল্পনা ও পূর্বাভাসের সক্ষমতাও থাকবে।”

বিনিয়োগকারী ও বিশ্লেষকরা মুনাফার স্পষ্ট পথ ছাড়াই এআইতে অতিরিক্ত ব্যয় সম্পর্কে ক্রমাগতভাবে নিজেদের উদ্বেগ প্রকাশ করছেন উল্লেখ করে সুলেইমান বলেছেন, “আমি স্পষ্ট করতে চাই যে, আমরা কোনোভাবেই সীমাহীন ও শর্তহীন সুপারইন্টেলিজেন্স তৈরি করছি না।”

Please Share This Post in Your Social Media

সুপার ইন্টেলিজেন্স টিম বানাল মাইক্রোসফট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
Update Time : ০২:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

‘মানবতার সেবার জন্য’ কোম্পানিটির এআই প্রধান মুস্তাফা সুলেইমানের নেতৃত্বে সুপার ইন্টেলিজেন্স টিম গঠন করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত বৃহস্পতিবার কোম্পানিটি বলেছে, নতুন একটি দল গঠন করছে তারা, যে দলের ওপর থাকবে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণার দায়িত্ব।

এক ব্লগ পোস্টে ‘এমএআই সুপার ইন্টেলিজেন্স টিম’ নামের এআই দল গঠনের ঘোষণা দিয়েছেন সুলেইমান নিজেই। তিনি বলেছেন, এ দলে রয়েছেন বিং ও কোপাইলটের সহকারীরা এবং দলটির নেতৃত্বে দেবেন তিনি।

এআই প্রধান মুস্তাফা সুলেইমান

সুলেইমান লিখেছেন, “আমরা বাস্তব ও স্পষ্ট সমস্যা সমাধানে এ দলটি গঠন করেছি, যাতে এআইয়ের চলমান ধারা স্থির ও নিয়ন্ত্রণে থাকে। আমরা অস্পষ্ট বা অলৌকিক কোনো সুপার ইন্টেলিজেন্স তৈরি করছি না। আমরা এমন এক ব্যবহারিক প্রযুক্তি তৈরি করছি, যা বিশেষভাবে কেবল মানবতার সেবার জন্যই তৈরি।”

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি লিখেছে, ফেইসবুকের মূল কোম্পানি মেটা নিজেদের নতুন ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’-এর জন্য এআই গবেষণা ও পণ্য তৈরির কাজে কোটি কোটি ডলার অর্থ খরচ করে কর্মী নিয়োগের কয়েক মাস পরই এমন সিদ্ধান্ত নিল মাইক্রোসফট।

‘সুপার সুপারইন্টেলিজেন্স’ শব্দটি সাধারণত এমন সিস্টেমের জন্য ব্যবহৃত হচ্ছে, যেগুলোর বুদ্ধিমত্তা মানুষের চেয়েও বেশি বলে ধরা হয়।

এআই ল্যাব ‘ডিপমাইন্ড’-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন সুলেইমান, যা ২০১৪ সালে কিনে নেয় মার্কিন সার্চ জায়ান্ট গুগল। ২০২২ সালে গুগল ছেড়ে যাওয়ার পর এআই স্টার্টআপ ‘ইনফ্লেকশন’-এর সহ-প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দিয়েছেন তিনি। গত বছর সুলেইমান এবং আরও বেশ কয়েকজন ইনফ্লেকশন কর্মীকে নিয়োগ দিয়েছে মাইক্রোসফট।

প্রধান এআই ইঞ্জিনিয়ার ও গবেষকদের দ্রুত নিয়োগের পাশাপাশি নিজেদের বিভিন্ন পণ্যে জেনারেটিভ এআই সক্ষমতা যোগ করে তা আরও শক্তিশালী করছে বিশ্বের শীর্ষ বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। এআইয়ের এই উত্থান শুরু হয়েছে ২০২২ সালে ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটি চালুর পর।

মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং ও সফটওয়্যার সহায়ক কোপাইলট ব্যবহার করে ওপেনএআইয়ের মডেল। একই সময়ে নিজেদের এআই কাজ চালানোর জন্য মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড ব্যবহার করছে ওপেনএআই। এ ছাড়া, পুনর্গঠন চুক্তির পর ওপেনএআইতে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি ডলারের শেয়ার পেয়েছে মাইক্রোসফট।

তবে ওপেনএআইয়ের ওপর নির্ভরশীলতা কমাতে পদক্ষেপ নিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। ইনফ্লেকশন চুক্তির পর গুগলের এআই মডেল ও এআই স্টার্টআপ অ্যানথ্রপিকের মডেলও ব্যবহার করছে মাইক্রোসফট। ওপেনএআইয়ের সাবেক কর্মীরা প্রতিষ্ঠা করেছেন অ্যানথ্রপিক।

ব্লগ পোস্টে সুলেইমান লিখেছেন, নতুন মাইক্রোসফট এআই গবেষণা দলটি মানুষের জন্য সহায়ক এআই তৈরির দিকে মনোযোগ দেবে, যা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সাহায্য করবে। পাশাপাশি চিকিৎসা ও পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের মতো সীমিত ক্ষেত্রেও বিশেষভাবে কাজ করবে দলটি।

“আমরা পুরোপুরিভাবে রোগ নির্ণয়ের সব ক্ষেত্রে বিশেষজ্ঞ স্তরের সক্ষমতা পাওয়ার চেষ্টা করব। পাশাপাশি কার্যকরী চিকিৎসা পরিবেশে উচ্চ সক্ষমতাওয়ালা পরিকল্পনা ও পূর্বাভাসের সক্ষমতাও থাকবে।”

বিনিয়োগকারী ও বিশ্লেষকরা মুনাফার স্পষ্ট পথ ছাড়াই এআইতে অতিরিক্ত ব্যয় সম্পর্কে ক্রমাগতভাবে নিজেদের উদ্বেগ প্রকাশ করছেন উল্লেখ করে সুলেইমান বলেছেন, “আমি স্পষ্ট করতে চাই যে, আমরা কোনোভাবেই সীমাহীন ও শর্তহীন সুপারইন্টেলিজেন্স তৈরি করছি না।”