সুন্দরগঞ্জে সূচনা পল্লী সংস্থা’র উদ্যোগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

- Update Time : ০২:১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ১৬৬ Time View
উজানের ঢল আর অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় গাইবান্ধার চরাঞ্চলের মানুষজন চরম দুর্ভোগে। তাদের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে সরকারি, আধা-সরকারী, সংস্থাগুলো।
বুধবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে সূচনা পল্লী সংস্থার উদ্যোগে বেলকার কিশামত সদর,পূর্ব বেলকা,চর চড়িতাবাড়ি,হাজারির হাট,বেলকা নবাবগঞ্জ,কানি চড়িতাবাড়ি চরে প্রায় ১ হাজার মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এতে চিড়া,মুড়ি,গুড় ও মেডিসিন ছিল।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগন্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,সূচনা পল্লী সংস্থার হেড অব মাইক্রোফাইন্যান্স আফজাল হোসেন এবং কমিউনিকেশন অফিসার আবু তালেব চাকলাদার রবিন প্রমুখ।
উৎপাদনমূখী সমবায় গড়ি, উন্নত বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে ২০২৩ সাল থেকে মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে সূচনা পল্লী উন্নয়ন সংস্থা। তাদের কর্মকাণ্ডে বেজায় খুশী এ এলাকার লোকজন। সূচনা পল্লী উন্নয়ন সংস্থার কর্মকাণ্ডের সফলতা একধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য সচেতন মহলের।