ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধভাবে বিল সেচ, প্রতিবাদে কৃষক আহত

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : ০১:০১:০০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৯ Time View

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নানুয়া দশপাশা ও পাশুয়া হারুয়া বিলে অবৈধভাবে সেলো মেশিন ব্যবহার করে বিল শুকানোর কাজে বাধা দেওয়ায় আতিক ইকবাল (৪০) নামে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী আতিক ইকবাল মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, মোঃ মুক্তার হোসেন, মোঃ গোলাম মৌলা, মোঃ আক্তার হোসেন, মোঃ তুষার মিয়া, মোঃ গোলাম মোস্তফা, মোঃ কাবিরুল ইসলাম ও মোঃ অলিনুর রহমান মিলে তাকে বেধড়ক মারধর করে।

ভুক্তভোগী আতিক ইকবাল ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা।

আতিক ইকবাল জানান, “ইজারাদাররা কয়েকদিন ধরে রাতে সেলো মেশিন চালিয়ে বিল শুকিয়ে মাছ ধরছে। এতে ফসলের মৌসুমে জমিতে পানির সংকট তৈরি হবে। আমি বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি প্রমাণস্বরূপ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করতে বলেন। ছবি তুলতে গেলে অভিযুক্তরা আমার মোবাইল কেড়ে নেয় ও গালাগাল করে। একপর্যায়ে তারা আমাকে মারধর করে।”

অভিযুক্ত গোলাম মাওলা বলেন, “আতিক ইকবাল ভিডিও করায় আমার ভাতিজা মুক্তার হোসেন তার মোবাইল ছিনিয়ে নেয়, তবে পরে তা ফেরত দেওয়া হয়। কথা-কাটাকাটি হয়েছে, হাতাহাতিও হয়েছে, তবে মারামারি হয়নি।”

স্বরসতীপুর গ্রামের বাসিন্দা মাওলানা মোজাম্মেল হক বলেন, “এরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট তৈরি করে এ ধরনের কাজ করছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কেউ এভাবে বিল শুকিয়ে ফসলের ক্ষতি করতে না পারে।”

এ বিষয়ে মধ্যনগর উপজেলার ইউনিয়ন তহসীলদার গোলাম সারোয়ার বলেন, “আমি মাঠ পর্যায়ে পুলিশের উপস্থিতিতে দুটি সেলো মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে আসি।”

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, “আমরা সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধভাবে বিল সেচ, প্রতিবাদে কৃষক আহত

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
Update Time : ০১:০১:০০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নানুয়া দশপাশা ও পাশুয়া হারুয়া বিলে অবৈধভাবে সেলো মেশিন ব্যবহার করে বিল শুকানোর কাজে বাধা দেওয়ায় আতিক ইকবাল (৪০) নামে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী আতিক ইকবাল মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, মোঃ মুক্তার হোসেন, মোঃ গোলাম মৌলা, মোঃ আক্তার হোসেন, মোঃ তুষার মিয়া, মোঃ গোলাম মোস্তফা, মোঃ কাবিরুল ইসলাম ও মোঃ অলিনুর রহমান মিলে তাকে বেধড়ক মারধর করে।

ভুক্তভোগী আতিক ইকবাল ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা।

আতিক ইকবাল জানান, “ইজারাদাররা কয়েকদিন ধরে রাতে সেলো মেশিন চালিয়ে বিল শুকিয়ে মাছ ধরছে। এতে ফসলের মৌসুমে জমিতে পানির সংকট তৈরি হবে। আমি বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি প্রমাণস্বরূপ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করতে বলেন। ছবি তুলতে গেলে অভিযুক্তরা আমার মোবাইল কেড়ে নেয় ও গালাগাল করে। একপর্যায়ে তারা আমাকে মারধর করে।”

অভিযুক্ত গোলাম মাওলা বলেন, “আতিক ইকবাল ভিডিও করায় আমার ভাতিজা মুক্তার হোসেন তার মোবাইল ছিনিয়ে নেয়, তবে পরে তা ফেরত দেওয়া হয়। কথা-কাটাকাটি হয়েছে, হাতাহাতিও হয়েছে, তবে মারামারি হয়নি।”

স্বরসতীপুর গ্রামের বাসিন্দা মাওলানা মোজাম্মেল হক বলেন, “এরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট তৈরি করে এ ধরনের কাজ করছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কেউ এভাবে বিল শুকিয়ে ফসলের ক্ষতি করতে না পারে।”

এ বিষয়ে মধ্যনগর উপজেলার ইউনিয়ন তহসীলদার গোলাম সারোয়ার বলেন, “আমি মাঠ পর্যায়ে পুলিশের উপস্থিতিতে দুটি সেলো মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে আসি।”

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, “আমরা সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।