ব্রেকিং নিউজঃ
সীমান্ত ব্যাংক ও কনকর্ড রিয়েল এস্টেট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে সমঝোতা স্বাক্ষর

সোলায়মান হাসান
- Update Time : ০৯:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৬৯ Time View
সীমান্ত ব্যাংক ও কনকর্ড রিয়েল এস্টেট এন্ড ডেভেলপমেন্ট এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের আওতায় গ্রাহকেরা কনকর্ড রিয়েল এস্টেট এন্ড ডেভেলপমেন্ট এর ফ্ল্যাট ক্রয়ে সীমান্ত ব্যাংক এর হোম লোন ‘সীমান্ত নিবাস’-এর ক্ষেত্রে হ্রাসকৃত ইন্টারেস্ট রেট ও লোন প্রসেসিং ফ্রী সুবিধা পাবেন।
সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এর উপস্থিতিতে সীমান্ত ব্যাংক এর হেড অব অপারেশন্স ও সিআরও মোহাম্মদ আজিজুল হক এবং কনকর্ড রিয়েল এস্টেট এন্ড ডেভেলপমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং এন্ড সেলস্ মোঃ এনামুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।