সিলেটে শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশের বিশেষ পরিকল্পনা
- Update Time : ০৩:১৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৬৬১ Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নির্বাচনের আগে থেকেই নগরীতে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা রোধে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এসএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সিলেট-১ ও সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এই পরিকল্পনা তুলে ধরেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। সভায় বিএনপি, জামায়াত, জমিয়ত, এনসিপি ও সমমনা কয়েকটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, “আমরা চাই একটি শান্তিপূর্ণ নির্বাচন। প্রশাসনের পক্ষ থেকে সব রাজনৈতিক নেতৃবৃন্দকে এক টেবিলে বসাতে পারলে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হবে। যেন কেউ কারও ব্যানার না ছেঁড়ে, কারও পোস্টারের ওপর আরেক পোস্টার না দেয়—এই বিষয়গুলো নিয়েই আমরা আগেভাগে কাজ শুরু করেছি।”
তিনি আরও বলেন, “বর্তমান পুলিশ বাহিনী দিয়ে একা প্রতিটি প্রার্থীর নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই প্রতিটি রাজনৈতিক দল থেকে কয়েকজন করে স্বেচ্ছাসেবী যুবককে বেছে নিয়ে একটি ‘পুলিশ সহায়তা টিম’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই টিমকে নির্বাচনী আচরণবিধি, নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেবে এসএমপি।”
কমিশনার জানান, পুলিশের পাশাপাশি এই স্বেচ্ছাসেবী টিম দ্বিতীয় স্তরে থেকে মাঠপর্যায়ে শান্তি বজায় রাখতে সহায়তা করবে। তিনি বলেন, “কোনো দল বা প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। এসএমপি সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। জনগণ যেন নিরাপদে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”
সভায় ভোটারদের নিরাপত্তা, প্রচার-প্রচারণার শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আশ্বাস দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়










































































































































































































