ব্রেকিং নিউজঃ
সিলেটে বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ আটক ২

মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
- Update Time : ০৩:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫১ Time View
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ। ২ যাত্রীর লাগেজ থেকে প্রায় সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি টাকা। এই স্বর্ণের চালানসহ দুজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।আটককৃতরা হলো, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সৈয়দ আহমদ (২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা আফতাব উদ্দিন (৩৬)।
সংশ্লিষ্ট সুত্র জানায়, আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি-২৫২। বিজি-২৫২ ফ্লাইটে অবৈধ স্বর্নের চালান আসছে গোপন সূত্রে এমন তথ্য পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ।
এই তথ্যের ভিত্তিতে বিমাবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়। এসময় ওই ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে সৈয়দ আহমদ ও আফতাব উদ্দিনকে সন্দেহ হলে তাদের লাগেজ তল্লাসী করেন বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যরা। তল্লাশিকালে চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ স্বর্ণ।
যার মধ্যে রয়েছে ১২০টি স্বর্ণের বার ও ৪টি পেস্ট। বিমানবন্দর সূত্রে জানায় উদ্ধার হওয়া এই স্বর্ণের ওজন প্রায় সাড়ে ১৭ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা।