ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রথমবারের আন্তর্জাতিক মিডিয়ায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দায় নেবেন ড. ইউনূস: ফখরুল ওসমানী বিমানবন্দরে ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা শাহবাগ-আগারগাঁও মেট্রোরেল চলাচল বন্ধ শরিয়তপুরের জেলা জজের বক্তব্য ঠিক নয় : রেজিস্ট্রার জেনারেল বাকৃবিতে নারী হয়ে নিজের সহপাঠীর অপ্রীতিকর ছবি সিনিয়র ভাইকে পাঠানোর অভিযোগ ‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’ তিন বিচারপতিকে শোকজের তথ্য সত্য নয়: সুপ্রিম কোর্ট ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন গণপূর্তে একটি অনিয়ম ঢাকতে আরেকটি অনিয়ম

সিলেট মুরারিচাঁদ কলেজের গার্ল ইন রোভার ইউনিট দেশসেরা

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ০৯:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ২২৫ Time View

সুবর্ণ জয়ন্তী রোভার মুট-২০২৪ এ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার ইউনিট দেশ সেরা নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত এই রোভার মুটে তারা ৭টি গৌরব পতাকা ও সম্মাননা অর্জন করেন। গত ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত চলে এই সুবর্ণজয়ন্তী রোভার মুট।

৫ দিনব্যাপী এই রোভার মুটের ১ম দিনের চ্যালেঞ্জ-২ এ মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের ছেলেদের ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায়, চ্যালেঞ্জ-৩ এ গার্ল ইন রোভার ইউনিট অদম্য অভিযাত্রায়, দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ-১ এ ছেলেদের ইউনিট ভোরের পাখিতে, ৩য় দিনের চ্যালেঞ্জ-২ এ গার্ল ইন রোভার ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায়, ৪র্থ দিনের চ্যালেঞ্জ-২ এ গার্ল ইন রোভার ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায় সেরা নির্বাচিত হয় এবং ৫ম দিনে সেরা-৩ এ গার্ল ইন রোভার ইউনিট সেরাদের সেরা অর্থাৎ দেশসেরা নির্বাচিত হয়।

এই রোভার মুটে আর.এস.এল হিসাবে দায়িত্ব পালন করেন মুরারিচাঁদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসিত ও জি.আর.এস.এল হিসাবে ছিলেন মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক গার্ল ইন সিনিয়র রোভার মেট পার্বতী তালুকদার।

সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ ও গ্রুপ সহ-সভাপতি প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, গ্রুপ সম্পাদক উডব্যাজার মোহাম্মদ আবদুল খালেক, আর.এস.এল ফৌজিয়া আজিজ, আর.এস.এল শেখ মো. নজরুল ইসলাম, আর.এস.এল উডব্যাজার শাহনাজ বেগম, আর.এস.এল মোহাম্মদ আব্দুল বাসিত এবং সাবেক রোভারবৃন্দ।

এ বিষয়ে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ জানান, এটি মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের এক অনন্য অর্জন। তারা সবসময়ই কলেজের সকল প্রোগ্রামে কষ্ট করেন। তাদের এ অর্জনে আমরা আনন্দিত। আশা করি তারা তাদের মেধা ও পরিশ্রমের দ্বারা তাদের অর্জন অব্যাহত রাখবেন এবং আরো অনন্য উচ্চতায় পৌঁছাবেন।

Please Share This Post in Your Social Media

সিলেট মুরারিচাঁদ কলেজের গার্ল ইন রোভার ইউনিট দেশসেরা

মো.মুহিবুর রহমান, সিলেট
Update Time : ০৯:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

সুবর্ণ জয়ন্তী রোভার মুট-২০২৪ এ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার ইউনিট দেশ সেরা নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত এই রোভার মুটে তারা ৭টি গৌরব পতাকা ও সম্মাননা অর্জন করেন। গত ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত চলে এই সুবর্ণজয়ন্তী রোভার মুট।

৫ দিনব্যাপী এই রোভার মুটের ১ম দিনের চ্যালেঞ্জ-২ এ মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের ছেলেদের ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায়, চ্যালেঞ্জ-৩ এ গার্ল ইন রোভার ইউনিট অদম্য অভিযাত্রায়, দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ-১ এ ছেলেদের ইউনিট ভোরের পাখিতে, ৩য় দিনের চ্যালেঞ্জ-২ এ গার্ল ইন রোভার ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায়, ৪র্থ দিনের চ্যালেঞ্জ-২ এ গার্ল ইন রোভার ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায় সেরা নির্বাচিত হয় এবং ৫ম দিনে সেরা-৩ এ গার্ল ইন রোভার ইউনিট সেরাদের সেরা অর্থাৎ দেশসেরা নির্বাচিত হয়।

এই রোভার মুটে আর.এস.এল হিসাবে দায়িত্ব পালন করেন মুরারিচাঁদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসিত ও জি.আর.এস.এল হিসাবে ছিলেন মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক গার্ল ইন সিনিয়র রোভার মেট পার্বতী তালুকদার।

সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ ও গ্রুপ সহ-সভাপতি প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, গ্রুপ সম্পাদক উডব্যাজার মোহাম্মদ আবদুল খালেক, আর.এস.এল ফৌজিয়া আজিজ, আর.এস.এল শেখ মো. নজরুল ইসলাম, আর.এস.এল উডব্যাজার শাহনাজ বেগম, আর.এস.এল মোহাম্মদ আব্দুল বাসিত এবং সাবেক রোভারবৃন্দ।

এ বিষয়ে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ জানান, এটি মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের এক অনন্য অর্জন। তারা সবসময়ই কলেজের সকল প্রোগ্রামে কষ্ট করেন। তাদের এ অর্জনে আমরা আনন্দিত। আশা করি তারা তাদের মেধা ও পরিশ্রমের দ্বারা তাদের অর্জন অব্যাহত রাখবেন এবং আরো অনন্য উচ্চতায় পৌঁছাবেন।