ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

সিলেট মুরারিচাঁদ কলেজের গার্ল ইন রোভার ইউনিট দেশসেরা

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ০৯:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ১৬৬ Time View

সুবর্ণ জয়ন্তী রোভার মুট-২০২৪ এ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার ইউনিট দেশ সেরা নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত এই রোভার মুটে তারা ৭টি গৌরব পতাকা ও সম্মাননা অর্জন করেন। গত ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত চলে এই সুবর্ণজয়ন্তী রোভার মুট।

৫ দিনব্যাপী এই রোভার মুটের ১ম দিনের চ্যালেঞ্জ-২ এ মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের ছেলেদের ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায়, চ্যালেঞ্জ-৩ এ গার্ল ইন রোভার ইউনিট অদম্য অভিযাত্রায়, দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ-১ এ ছেলেদের ইউনিট ভোরের পাখিতে, ৩য় দিনের চ্যালেঞ্জ-২ এ গার্ল ইন রোভার ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায়, ৪র্থ দিনের চ্যালেঞ্জ-২ এ গার্ল ইন রোভার ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায় সেরা নির্বাচিত হয় এবং ৫ম দিনে সেরা-৩ এ গার্ল ইন রোভার ইউনিট সেরাদের সেরা অর্থাৎ দেশসেরা নির্বাচিত হয়।

এই রোভার মুটে আর.এস.এল হিসাবে দায়িত্ব পালন করেন মুরারিচাঁদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসিত ও জি.আর.এস.এল হিসাবে ছিলেন মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক গার্ল ইন সিনিয়র রোভার মেট পার্বতী তালুকদার।

সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ ও গ্রুপ সহ-সভাপতি প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, গ্রুপ সম্পাদক উডব্যাজার মোহাম্মদ আবদুল খালেক, আর.এস.এল ফৌজিয়া আজিজ, আর.এস.এল শেখ মো. নজরুল ইসলাম, আর.এস.এল উডব্যাজার শাহনাজ বেগম, আর.এস.এল মোহাম্মদ আব্দুল বাসিত এবং সাবেক রোভারবৃন্দ।

এ বিষয়ে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ জানান, এটি মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের এক অনন্য অর্জন। তারা সবসময়ই কলেজের সকল প্রোগ্রামে কষ্ট করেন। তাদের এ অর্জনে আমরা আনন্দিত। আশা করি তারা তাদের মেধা ও পরিশ্রমের দ্বারা তাদের অর্জন অব্যাহত রাখবেন এবং আরো অনন্য উচ্চতায় পৌঁছাবেন।

Please Share This Post in Your Social Media

সিলেট মুরারিচাঁদ কলেজের গার্ল ইন রোভার ইউনিট দেশসেরা

মো.মুহিবুর রহমান, সিলেট
Update Time : ০৯:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

সুবর্ণ জয়ন্তী রোভার মুট-২০২৪ এ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার ইউনিট দেশ সেরা নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত এই রোভার মুটে তারা ৭টি গৌরব পতাকা ও সম্মাননা অর্জন করেন। গত ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত চলে এই সুবর্ণজয়ন্তী রোভার মুট।

৫ দিনব্যাপী এই রোভার মুটের ১ম দিনের চ্যালেঞ্জ-২ এ মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের ছেলেদের ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায়, চ্যালেঞ্জ-৩ এ গার্ল ইন রোভার ইউনিট অদম্য অভিযাত্রায়, দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ-১ এ ছেলেদের ইউনিট ভোরের পাখিতে, ৩য় দিনের চ্যালেঞ্জ-২ এ গার্ল ইন রোভার ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায়, ৪র্থ দিনের চ্যালেঞ্জ-২ এ গার্ল ইন রোভার ইউনিট আপনালয় শিল্প/তাঁবু কলায় সেরা নির্বাচিত হয় এবং ৫ম দিনে সেরা-৩ এ গার্ল ইন রোভার ইউনিট সেরাদের সেরা অর্থাৎ দেশসেরা নির্বাচিত হয়।

এই রোভার মুটে আর.এস.এল হিসাবে দায়িত্ব পালন করেন মুরারিচাঁদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসিত ও জি.আর.এস.এল হিসাবে ছিলেন মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক গার্ল ইন সিনিয়র রোভার মেট পার্বতী তালুকদার।

সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ ও গ্রুপ সহ-সভাপতি প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, গ্রুপ সম্পাদক উডব্যাজার মোহাম্মদ আবদুল খালেক, আর.এস.এল ফৌজিয়া আজিজ, আর.এস.এল শেখ মো. নজরুল ইসলাম, আর.এস.এল উডব্যাজার শাহনাজ বেগম, আর.এস.এল মোহাম্মদ আব্দুল বাসিত এবং সাবেক রোভারবৃন্দ।

এ বিষয়ে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ জানান, এটি মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের এক অনন্য অর্জন। তারা সবসময়ই কলেজের সকল প্রোগ্রামে কষ্ট করেন। তাদের এ অর্জনে আমরা আনন্দিত। আশা করি তারা তাদের মেধা ও পরিশ্রমের দ্বারা তাদের অর্জন অব্যাহত রাখবেন এবং আরো অনন্য উচ্চতায় পৌঁছাবেন।