সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম, পেলেন সুখবর
- Update Time : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৯৮ Time View
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম ও শেখ মেহেদি হাসান।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহ করেন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে যান তামিম।
আজ (বুধবার) আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ উন্নতি হয়েছে তানজিদ তামিমের।
ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচে ৫৫ গড়ে ১৬৫ রান করা এই ওপেনার এগিয়েছেন ২০ ধাপ। যা তাকে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে (৬৩৬ রেটিং) উন্নীত করেছে। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বর্তমানে এটাই কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ অবস্থান।
এই ফরম্যাটে বাংলাদেশের আর কোনো ব্যাটারের উন্নতি হয়নি। সর্বশেষ সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার কারণে পিছিয়েছেন সাইফ হাসান (৯ ধাপ পিছিয়ে ২৯), তাওহীদ হৃদয় (৩ ধাপ পিছিয়ে ৪৬), পারভেজ হোসেন ইমন (৪ ধাপ পিছিয়ে ৫৮) এবং জাকের আলি (২ ধাপ পিছিয়ে ৬৪)।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন শেখ মেহেদী। ৩ ধাপ এগিয়েছেন পেস বোলার তানজিম হাসান সাকিব। তবে সিরিজে দারুণ বোলিং করার পরও ১ ধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়


































































































