সিতারে জমিন পারের সাফল্যের পর যা বললেন জেনেলিয়া

- Update Time : ০৩:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ১৭৬ Time View
বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ ডি সুজা দীর্ঘ ১৩ বছর পর ‘সিতারে জমিন পার’ সিনেমার মাধ্যমে পর্দায় কামব্যাক করেছেন। আর এ সিনেমার মধ্য দিয়ে তিনি শুধু বক্স অফিসেই নয়, মানুষের মনও জয় করে নিয়েছেন। তবে এর আগে তাকে সর্বশেষ ‘তেরে নাল লাভ হো গায়া’ সিনেমায় দেখা গিয়েছিল। এর পর তিনি ইটস মাই লাইফ এবং মিস্টার মমির মতো ওটিটি সিনেমায় কাজ করেছিলেন।
জেনেলিয়া বলেন, গত ১০ বছরে খুব বেশি কাজ করিনি। হয়তো বন্ধুদের জন্য, এখানে-ওখানে একটা-আধটা গানে কাজ করেছি। ওটিটির জন্য দুই-তিনটা সিনেমা করেছি। তিনি বলেন, আমি ভেবেছিলাম, মানুষ আমাকে ভুলে যাবে। কারণ, আমি মনে করি না যে আমি গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী বলেন, কিন্তু এটা শুনতে ভালো লাগছে যে, সবাই আমার প্রশংসা করছেন। তারা আমায় আরও দেখতে চান। এটি আমির খানের ছবি, তাই অবশ্যই এটির দিকে বেশি নজর থাকতই। তিনি বলেন, আমি ভাবিনি যে, এই টেকওয়েতে কোথাও আমারও অস্তিত্ব রয়েছে।
জেনেলিয়া বলেন, এটা সেরা প্রশংসা যে, মানুষ আমাকে আরও দেখতে চায়। একজন অভিনেতা এবং মানুষ হিসাবে, যদি কেউ আপনাকে আরও অনেক কিছুতে দেখতে চায়, তবে এটি একটি খুব বিশেষ জায়গা, যা সবাই পায় না।
এ সিনেমায় তার সহ-অভিনেতা মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানই তাকে কাস্ট করতে চেয়েছিলেন। এ বিষয়ে অভিনেত্রী বলেন, উনি রীতেশের সঙ্গে কোথাও দেখা করেছিলেন। সে সময় তাকে জিজ্ঞাসা করেছিলেন জেনেলিয়া কি আজকাল কাজ করছে? উত্তরে রীতেশ বলেছিলেন— হ্যাঁ ও কাজ করছে। এরপর আমির আমাকে পরিচালক আরএস প্রসন্নর সঙ্গে দেখা করতে বলেন। আমি চরিত্রটির জন্য অডিশন দেই এবং তাকে অভিনয়ের সুযোগও পাই।
জেনেলিয়া বলেন, আমি জানি বেশিরভাগ অভিনেতারই মনে হবে, ২০ বছর পর অডিশন কেন? তবে আমি মনে করি এটি একটি চলচ্চিত্র পাওয়ার দুর্দান্ত উপায়, তাই আমি এটি করতে পেরে খুবই আনন্দিত।
‘সিতারে জমিন পার’ সিনেমার গল্পে উঠে এসেছে— একদল বিশেষভাবে সক্ষম প্রাপ্তবয়স্কের কথা। যাদেরকে আমির খান অভিনীত একজন অহংকারী কোচ একটি বাস্কেটবল টুর্নামেন্টের জন্য ট্রেনিং দেন। এতে জেনেলিয়া আমিরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন।
এদিকে ‘সিতারে জমিন পার’ সিনেমার সাফল্যের পর জেনেলিয়া তার পরবর্তী চলচ্চিত্রের কথাও ঘোষণা করেছেন। সেখানে তাকে ইমরান হাশমির বিপরীতে দেখা যাবে।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি মনে করি, ভালো সিনেমা বানাতে পারলে দর্শক ঠিকই দেখে। আমি খুশি যে সিনেমাটি যা আয় করেছে তা বেশ ভালো, বিশেষ করে সিতারেদের জন্য।
তিনি বলেন, আমি সত্যিই চেয়েছিলাম যে, এটি তাদের জন্য একটি ব্লকবাস্টার হোক এবং আমি আনন্দিত যে তারা তা করতে পেরেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়