সালথায় নারী সমাবেশ

- Update Time : ১০:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৭০ Time View
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীলকরণ এবং আপামর জনগণের কল্যানকর কার্যসমূহ বাস্তবায়নের লক্ষে ফরিদপুরের সালথায় উপজেলার সর্বস্তরের মহিলাদের অংশগ্রহনে নারী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সর্বস্তরের নারীনেতৃবৃন্দের আয়োজনে শনিবার (৮ জুলাই) বিকালে জেলা পরিষদ মাল্টিপারপাস হল রুমে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী নেত্রী জান- ই-মারজানা শারমীন চৌধুরীর সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি লাবু চৌধুরীর সহধর্মিণী শাহানাজ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসূল তানিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম। এছাড়াও উপজেলার নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী নেত্রী খন্দকার ফারহানা মুন্নি।
নারী সমাবেশেম বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। বিএনপি জামায়াত দেশে আবার আগুন সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অশান্ত করার পায়তারা করছে। আর তাই সবাইকে সচেতন থাকতে হবে তাদের যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের-২ সংসদীয় আসনে আওয়ামীলীগ প্রার্থীকে বিজয়ী করতে হবে, সে উদ্দেশ্যে এখন থেকেই সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলো জনগণের কাছে প্রচার করতে হবে।