সামলে এলো বিমানযোদ্ধা হৃতিক-দীপিকা

- Update Time : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৩২ Time View
প্রথমবার জুটি বেঁধেছেন বলিউড তারকা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সিনেমার নাম ‘ফাইটার’। পরিচালনায় ‘ওয়ার’ ও ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। একটি ছবি নিয়ে দর্শকের আগ্রহের মাত্রা চ‚ড়ান্তে পৌঁছানোর জন্য এটুকুই যথেষ্ট।
তাই নাম ঘোষণার পর থেকেই এটি নিয়ে দর্শকের মধ্যে চর্চা চলছে। কিন্তু কাক্সিক্ষত বার্তাটি আসছিল না সংশ্লিষ্টদের পক্ষ থেকে। মঙ্গলবার মোশন পোস্টারসহ আকাক্সিক্ষত মুক্তির বার্তা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম১৮ স্টুডিওজ।
জানিয়েছে, ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী বছরের ২৫ জানুয়ারি ‘ফাইটার’ মুক্তি পাবে। প্রকাশ্যে আসা মোশন পোস্টারে বিমানযোদ্ধা হিসেবে দেখা দিয়েছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। তাদের পরনে এয়ারফোর্সের পোশাক, হাতে হেলমেট আর চোখে সানগøাস।
এ ছাড়া একই সাজ-পোশাকে আছেন অনিল কাপুরও। এ থেকে আঁচ করা যায়, ছবিটি মূলত ভারতীয় বিমানবাহিনীর কোনো দুর্র্ধষ অভিযানের গল্পে নির্মিত হচ্ছে। ১৫ আগস্ট হলো ভারতের স্বাধীনতা দিবস। মূলত এই উপলক্ষেই ‘ফাইটার’র মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে। এটি ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, “আমাদের গৌরবান্বিত জাতির প্রতি সালাম। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ‘ফাইটার’ আসছে প্রেক্ষাগৃহে।” প্রায় ২৫০ কোটি রুপি বাজেটে নির্মাণ করা হচ্ছে ‘ফাইটার’। ছবিটিতে আরও অভিনয় করছেন করন সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, তালাত আজিজ প্রমুখ। সূত্র: পিঙ্কভিলা