ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা  নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নিতে হবে আদালত থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা নয় বছর পর ফিরছে ‘ব্রিকলেন কারি ফ্যাস্টিভ্যাল’ ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে প্রধান বিচারপতির নৈশভোজ

সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার ১৭ কোটি টাকাসহ ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৩:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ২২০ Time View

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে এবং তাদের সংশ্লিষ্ট ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা রয়েছে। অর্থ পাচারের অভিযোগে আদালতের আদেশে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একজন অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ৮ জুলাই ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।

সিআইডি বলছে, প্রতারণা, জালিয়াতি, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে বাহাউদ্দিন বাহার ও তাঁর কন্যার সংশ্লিষ্ট ১৭টি ব্যাংকে থাকা ৫৩টি অ্যাকাউন্টের ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

সিআইডির অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তাঁর কন্যা তাহসিন বাহার সূচনা সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াতি ও কমিশন গ্রহণের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করেন। পরে তা হুন্ডি চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করেন। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার ১৭ কোটি টাকাসহ ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাতীয় ডেস্ক
Update Time : ০৩:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে এবং তাদের সংশ্লিষ্ট ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা রয়েছে। অর্থ পাচারের অভিযোগে আদালতের আদেশে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একজন অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ৮ জুলাই ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।

সিআইডি বলছে, প্রতারণা, জালিয়াতি, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে বাহাউদ্দিন বাহার ও তাঁর কন্যার সংশ্লিষ্ট ১৭টি ব্যাংকে থাকা ৫৩টি অ্যাকাউন্টের ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

সিআইডির অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তাঁর কন্যা তাহসিন বাহার সূচনা সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াতি ও কমিশন গ্রহণের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করেন। পরে তা হুন্ডি চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করেন। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে।