সাদ্দাম-ইনানের বিবৃতি প্রত্যাখ্যান ছাত্রলীগ সহসভাপতির

- Update Time : ০৫:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ২০৫ Time View
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার হাবীব আহসান দাবি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ (জাবি) দেশের বিভিন্ন স্থানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের দেয়া বিবৃতির সঙ্গে কেন্দ্রীয় সংসদের কোনো সম্পর্ক নেই।
রোববার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজ একাউন্টে এ দাবি করে স্ট্যাটাস দেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, বাংলাদেশ ছাত্রলীগের যে প্রেস সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে এটির সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কোনো সম্পর্ক নেই। সাদ্দাম হোসেন এবং শেখ ইনানের একান্ত ব্যক্তিগত প্রেস। বাংলাদেশ ছাত্রলীগকে ছাত্রসমাজের বিরুদ্ধে দাঁড় করিয়ে সারা দেশে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তামাশা করার সুযোগ কোনোভাবে নেই।
তিনি আরও লিখেন, বাংলাদেশ ছাত্রলীগকে কোনো দুএকজন ব্যক্তির সংগঠন হিসেবে আমরা চালাতে দিতে চাই না। বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রসমাজের মতামত নিয়ে সামনের দিনে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে।
এর কিছুক্ষণ পর ছাত্রলীগের সহসভাপতি খন্দকার হাবীব আহসান ফেসবুকে দেয়া তার ওই পোস্টটি সরিয়ে নিয়েছেন।
এদিকে, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়