ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

সাজেকের আগুন নিয়ন্ত্রণে

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৮ Time View

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে সাজেক ভ্যালিতে আগুন লাগে। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লাগে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কতগুলো রিসোর্টে আগুন লেগেছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।

এদিকে আগুনের কটেজ-রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ অন্তত ৫০-৬০টি স্থাপনা পুড়ে গেছে বলে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানিয়েছেন।

রাঙ্গামাটির জেলাপ্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, যতটুকু জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে শুনছি। তবে সেটি পরে তদন্ত সাপেক্ষে জানা যাবে। এখন আমরা আগুন নেভানোর কাজ করছি, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি একসঙ্গে আগুন নেভানোর কাজ করছে। হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।

ওসি কানন সরকার বলেন, মুহূর্তেই ছড়িয়ে পড়া এই আগুনে এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়িঘর, রিসোর্ট ও রেস্টুরেন্ট আগুনে পুড়ে গেছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

সাজেকের আগুন নিয়ন্ত্রণে

নওরোজ ডেস্ক
Update Time : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে সাজেক ভ্যালিতে আগুন লাগে। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লাগে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কতগুলো রিসোর্টে আগুন লেগেছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।

এদিকে আগুনের কটেজ-রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ অন্তত ৫০-৬০টি স্থাপনা পুড়ে গেছে বলে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানিয়েছেন।

রাঙ্গামাটির জেলাপ্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, যতটুকু জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে শুনছি। তবে সেটি পরে তদন্ত সাপেক্ষে জানা যাবে। এখন আমরা আগুন নেভানোর কাজ করছি, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি একসঙ্গে আগুন নেভানোর কাজ করছে। হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।

ওসি কানন সরকার বলেন, মুহূর্তেই ছড়িয়ে পড়া এই আগুনে এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়িঘর, রিসোর্ট ও রেস্টুরেন্ট আগুনে পুড়ে গেছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নওরোজ/এসএইচ