সাগরে ফের লঘুচাপ, নিম্নচাপ হয়ে ঝরাতে পারে বৃষ্টি
- Update Time : ১২:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৪৬৫ Time View
বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ লঘুচাপটি তৈরি হয়। এর আগে চার দিন আগে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হলেও তা দ্রুত দুর্বল হয়ে যায় এবং বাংলাদেশের উপকূলে কোনো প্রভাব ফেলেনি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নতুন লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি না থাকলেও এটি নিম্নচাপে রূপ নিতে পারে। বর্তমানে এর প্রধান প্রভাব পড়বে ভারতের উড়িষ্যা উপকূলে, তবে বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও আংশিক প্রভাব পড়তে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, “নতুন যে লঘুচাপ তৈরি হয়েছে, তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, এর প্রধান প্রভাব ভারতের উপকূলে পড়বে, তবে বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও সামান্য প্রভাব থাকতে পারে। বুধবারের দিকে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।”
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, “২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশের আকাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে।”
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, “লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে। স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে সরবে। পশ্চিমা বাতাসের প্রভাবে এর অংশ মেঘ আকারে বাংলাদেশের দিকেও আসতে পারে।”
অন্যদিকে, আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “এটি অন্ধ্রপ্রদেশের দিকে যাবে, তবে স্থলভাগ পেরিয়ে এর কিছু অংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চলে আসতে পারে। ফলে ২৯ অক্টোবরের দিকে বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।”
আবহাওয়াবিদদের মতে, এবারের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা কম, তবে নিম্নচাপে পরিণত হলে উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে।







































































































































































































