সাউথ পয়েন্টে আন্তঃ হাউস ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা

- Update Time : ১২:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ১১৯ Time View
রাজধানীর মালিবাগে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রদের আন্তঃ হাউস ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পাশাপাশি সিতোরিউ কারাতে পরীক্ষা শেষে বিভিন্ন বেল্ট বিতরণ করা হয়।
শনিবার (৫ অক্টোবর) সকালে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ শামসুল আলম, পি এস সি (অবঃ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
জুনিয়র ও সিনিয়র উভয় বিভাগে ফুটবলে চ্যাম্পিয়ন হয় ব্রম্মপুত্র হাউস রানার্স আপ হয় কপোতাক্ষ হাউস। জুনিয়র বিভাগে ম্যাচ সেরা হয়েছে আরিক নবী দীপ্র, টুর্ণামেন্টের সেরা গোলদাতা সালাউদ্দিন ইলহান, টুর্ণামেন্ট সেরা মোঃ আব্দুল্লাহ আল মুকিত ও সেরা গোল রক্ষক হয়েছে বিমুর্ত সরকার।
বালক বড় বিভাগে সেরা ও সেরা গোলদাতা ইশরাক রহমান, টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছে জারিফ তাহসান ও সেরা গোল রক্ষক তাহমিদ আলম।
হ্যান্ডবলে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও ৩য় স্হান অর্জন করে যথাক্রমে ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ ও তুরাগ হাউস। সেরা গোল দাতা ও সেরা গোল রক্ষক হয়েছে ব্রম্মপুত্র দলের যথাক্রমে মাহদী রহমান ও শাফক্বাত মুসাব্বির।
অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম বলেন, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহ দেন এবং আসন্ন গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
এসময় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের ন্যাশনাল কারিকুলামের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস, ইংরেজি মাধ্যমের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শামীম আরা রহমান মুন, দিবা শাখার সিনিয়র সেকশনের কো-অর্ডিনেটর গুলে জান্নাত ও সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের অফিসিয়ালবৃন্দ উপস্থিত ছিলেন।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়