সাউথ পয়েন্ট স্কুলে বিজয় দিবস উদযাপন

- Update Time : ০৩:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ৯৫ Time View
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ। সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার মালিবাগে বিজয় দিবস উপলক্ষে কারাতে, ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের ন্যাশনাল কারিকুলামের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস।
তাঁর সাথে উপস্থিত ছিলেন ইংরেজি মাধ্যমের উপাধ্যক্ষ শামিম আরা রহমান মুন, প্রশাসনিক কর্মকর্তা জি এম ইকবাল, কো-অর্ডিনেটর ও শিক্ষকমন্ডলী।
ছোট বালকদের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ব্রম্মপুত্র এবং রানার্সআপ হয় কপোতাক্ষ, আর জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কপোতাক্ষ ও রানার্সআপ হয়েছে ব্রম্মপুত্র হাউস। অপরদিকে সিনিয়র কলেজ সেকশনের বালকদের বিভাগের প্রীতি ম্যাচে জয়লাভ করে আড়িয়াল খাঁ হাউস।
কারাতের ছাত্রীদের বিভাগে চ্যাম্পিয়ন হয় ফারহানা বিনতে ওমর এবং বালকদের বিভাগে মোঃ মুহতাদী রহমান। তাদের শ্রেষ্ঠ কারাতে খেলোয়াড়ের সার্টিফিকেট হস্তান্তর করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের চিফ কারাতে কোচ মোজাম্মেল হক মিলন।
ছাত্রীদের হ্যান্ডবলের প্রীতি ম্যাচে জয়লাভ করে মেঘনা হাউস। দুপুরে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, মালিবাগের ন্যাশনাল কারিকুলামের উপাধ্যক্ষ ও সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের সহ-সভাপতি জেরিনা ফেরদৌস বিজয়ী ও অংশগ্রহণ কারীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করেন।
নওরোজ/এসএইচ