সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও প্রবীণ সাংবাদিকদের অনুদানের আওতায় আনা হবে: এম আবদুল্লাহ

- Update Time : ০৮:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ১৩৬ Time View
বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ মেয়াদে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এ ছাড়া তথ্য উপদেষ্টার প্রচেষ্টায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও প্রবীণ সাংবাদিকদের অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ফেনীর একটি রেস্টুরেন্টে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফেনী, লক্ষীপুর, চাঁদপুর ও কুমিল্লার ৩২জন সাংবাদিকের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল আমিনের সভাপতিত্বে ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমানের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী জেলা জামায়াত ইসলামির প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম।
নওরোজ/এসএইচ