ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা: ১ লাখ টাকা জরিমানা ১১ জুলাই কুবিতে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় বদলি সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব  টানা দুই বছর ইসরায়েলে হামলা চালাতে সক্ষম ইরান নির্বাচনের সময়সীমা নিয়ে ইসি এখনো অবগত নয়: সিইসি ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ

সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় বদলি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ৫৯ Time View

সাতক্ষীরায় সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুরের পীরগাছায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রংপুর বিভাগীয় কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নের পর তিনি সংশ্লিষ্ট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় ক্ষমতা প্রদান করা হয়েছে। এছাড়া সার্টিফিকেট মামলা পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।

গত ২১ এপ্রিল সাতক্ষীরার তালায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ইউএনও শেখ রাসেল। গত ২৪ এপ্রিল বিকেল সাতক্ষীরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান টিপু।

এ ঘটনার পর গত ৫ মে তাকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, গত ২৫ জুন পীরগাছার ইউএনও নাজমুল হক সুমনকে ঠাকুরগাঁওয়ের এডিসি হিসেবে পদায়ন করা হয়। তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তদন্তে মাঠে নামে দুদক।

এদিকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত-সমালোচিত ব্যক্তিদের বিভিন্ন সময়ে রংপুরে পদায়ন করা হয়েছে।‌ এবার ইউএনও শেখ রাসেলকে পদায়ন করায় বিভিন্ন মহল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে পীরগাছায় বদলি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

সাতক্ষীরায় সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুরের পীরগাছায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রংপুর বিভাগীয় কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নের পর তিনি সংশ্লিষ্ট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় ক্ষমতা প্রদান করা হয়েছে। এছাড়া সার্টিফিকেট মামলা পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।

গত ২১ এপ্রিল সাতক্ষীরার তালায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ইউএনও শেখ রাসেল। গত ২৪ এপ্রিল বিকেল সাতক্ষীরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান টিপু।

এ ঘটনার পর গত ৫ মে তাকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, গত ২৫ জুন পীরগাছার ইউএনও নাজমুল হক সুমনকে ঠাকুরগাঁওয়ের এডিসি হিসেবে পদায়ন করা হয়। তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তদন্তে মাঠে নামে দুদক।

এদিকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত-সমালোচিত ব্যক্তিদের বিভিন্ন সময়ে রংপুরে পদায়ন করা হয়েছে।‌ এবার ইউএনও শেখ রাসেলকে পদায়ন করায় বিভিন্ন মহল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।