সাংবাদিক হত্যা নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশ

- Update Time : ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ১২০ Time View
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে সাংবাদিক নিহত, আহত ও গ্রেফতারের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকাল ৩ টায় ‘সাংবাদিক ইউনিয়ন ফেনী’র আয়োজনে ফেনী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সাংবাদিক ইউনিয়ন ফেনী’র সভাপতি সিদ্দিক আল মামুন’র সভাপতিত্বে ও সদস্য ইলিয়াস সুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম মাহমুদ,সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, মানব কন্ঠ জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার,এসএ টিভি জেলা প্রতিনিধি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জহিরুল হক মিলু, দেশ রূপান্তর ও ইউএনবি ফেনী প্রতিনিধি মো: শফি উল্যাহ রিপন, সাংবাদিক ইউনিয়ন ফেনী’র কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ফরায়েজী।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া,ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী’র সভাপতি শাহজালাল ভুঁইয়া,পাক্ষিক ছাগলনাইয়া ও ডট কমের সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন,দৈনিক সকালের সময় এর স্টাফ রিপোর্টার ওমর ফারুক, দৈনিক গণকন্ঠের ফেনী জেলা প্রতিনিধি নাছির উদ্দীন, দৈনিক স্টার লাইন এর স্টাফ রিপোর্টার আবদুল আজিজ,সোনাগাজী পেসক্লাবের সাবেক সভাপতি শহীদুল ইসলাম, দাগনভূঁইয়া প্রেসক্লাবের সা:সম্পাদক ইয়াছিন রনি,দাগনভূঁইয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টিপু, সাংবাদিক ইউনিয়ন ফেনীর প্রচার সম্পাদক এমডি মোশাররফ হোছাইন, সাপ্তাহিক স্বদেশ কন্ঠের সাহিত্য সম্পাদক আবদুস সালাম ফরায়জীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।