ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে

সাংবাদিক মহীউদ্দিন আহমদের ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১২:২৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ১৬৬ Time View

বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদের ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৬৪ সালের ২২ ডিসেম্বর ৫৪ বছর বয়সে কুমিল্লা জেলার পয়ালগাছা চৌধুরী বাড়ির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

দীর্ঘ ২৭ বছর সাংবাদিক ও সাহিত্যিকের জীবনে মহীউদ্দিন আহমদ অধূনালুপ্ত দৈনিক ইনসাফ, দৈনিক আমার দেশ, অর্ধ সাপ্তাহিক নবনূর, সাপ্তাহিক জেহাদ, পাক্ষিক মোছলমান, মাসিক শতদল ও মাসিক তরুণ পত্রিকার সম্পাদক ছিলেন।

এছাড়াও, যুগ্ম ও বার্তা সম্পাদক পদে তিনি দৈনিক কৃষক, দৈনিক প্রত্যয়, দৈনিক নবযুগ, দৈনিক জিন্দেগী, দৈনিক মিল্লাত ও দৈনিক চাষীর সঙ্গে যুক্ত ছিলেন। চল্লিশের দশকে এই বিপ্লবী ‘কালপুরুষ’ নামে অধিক পরিচিত ছিলেন লেখা-লেখির কারণে। বিশেষ করে উপ-সম্পাদকীয় ও কলাম লেখক হিসেবে তিনি খুবই জনপ্রিয় ছিলেন।

জন্মসূত্রে জমিদার হলেও মহীউদ্দিন আহমদ’র বিপ্লবী আন্দোলনের কারণে তার জমিদারী নিলামে চলে যায়।
১৯৪৭ সালের পর পাকিস্তান শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করতেন বলে তিনি একাধিকবার কারবরণ করেন। এসময় ডিক্লারেশন বাতিল করা হল তার “দৈনিক ইনসাফ” পত্রিকার। বাজেয়াপ্ত করা তার বংশালের ছাপাখানাসহ বেশ কিছু গ্রন্থ।

প্রয়াত সাংবাদিক এ বি এম মূসা বলতেন, মাত্র ১৯ বছর বয়সে তিনি মহীউদ্দিন আহমদ সম্পাদিত ‘দৈনিক ইনসাফ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন এবং ওই পত্রিকাটি এদেশের বাংলা সংবাদপত্রে আধুনিকতার সূত্রপাত ঘটিয়েছে।

মহীউদ্দিন আহমদ’র গ্রন্থ সমূহের মধ্যে সেরা কাব্যগ্রন্থ ছিল- ‘স্বপ্নরেখা’ ও ‘ব্যথার গান’। উপন্যাস- ‘মধুচক্র’। ‘বজ্রশক্তি’ সাহিত্য সিরিজ ও ‘সবজান্তা’ কিশোর সাহিত্য সিরিজের ৫০টি গ্রন্থ। এছাড়াও ‘রয় চ্যাপম্যান অ্যান্ডুজ’র অনুবাদে লিখেছেন- ‘সেকালের আজব জানোয়ার’ সিরিজ।

উল্লেখ্য, বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ন্যাশনাল নিউজ ডেস্ক ইনচার্জ ও ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ’র (ওয়াইজেএফবি) ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা (এফএসএফডি) ও ফেনী থিয়েটারের সভাপতি কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন)-এর নানা।

Please Share This Post in Your Social Media

সাংবাদিক মহীউদ্দিন আহমদের ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
Update Time : ১২:২৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদের ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৬৪ সালের ২২ ডিসেম্বর ৫৪ বছর বয়সে কুমিল্লা জেলার পয়ালগাছা চৌধুরী বাড়ির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

দীর্ঘ ২৭ বছর সাংবাদিক ও সাহিত্যিকের জীবনে মহীউদ্দিন আহমদ অধূনালুপ্ত দৈনিক ইনসাফ, দৈনিক আমার দেশ, অর্ধ সাপ্তাহিক নবনূর, সাপ্তাহিক জেহাদ, পাক্ষিক মোছলমান, মাসিক শতদল ও মাসিক তরুণ পত্রিকার সম্পাদক ছিলেন।

এছাড়াও, যুগ্ম ও বার্তা সম্পাদক পদে তিনি দৈনিক কৃষক, দৈনিক প্রত্যয়, দৈনিক নবযুগ, দৈনিক জিন্দেগী, দৈনিক মিল্লাত ও দৈনিক চাষীর সঙ্গে যুক্ত ছিলেন। চল্লিশের দশকে এই বিপ্লবী ‘কালপুরুষ’ নামে অধিক পরিচিত ছিলেন লেখা-লেখির কারণে। বিশেষ করে উপ-সম্পাদকীয় ও কলাম লেখক হিসেবে তিনি খুবই জনপ্রিয় ছিলেন।

জন্মসূত্রে জমিদার হলেও মহীউদ্দিন আহমদ’র বিপ্লবী আন্দোলনের কারণে তার জমিদারী নিলামে চলে যায়।
১৯৪৭ সালের পর পাকিস্তান শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করতেন বলে তিনি একাধিকবার কারবরণ করেন। এসময় ডিক্লারেশন বাতিল করা হল তার “দৈনিক ইনসাফ” পত্রিকার। বাজেয়াপ্ত করা তার বংশালের ছাপাখানাসহ বেশ কিছু গ্রন্থ।

প্রয়াত সাংবাদিক এ বি এম মূসা বলতেন, মাত্র ১৯ বছর বয়সে তিনি মহীউদ্দিন আহমদ সম্পাদিত ‘দৈনিক ইনসাফ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন এবং ওই পত্রিকাটি এদেশের বাংলা সংবাদপত্রে আধুনিকতার সূত্রপাত ঘটিয়েছে।

মহীউদ্দিন আহমদ’র গ্রন্থ সমূহের মধ্যে সেরা কাব্যগ্রন্থ ছিল- ‘স্বপ্নরেখা’ ও ‘ব্যথার গান’। উপন্যাস- ‘মধুচক্র’। ‘বজ্রশক্তি’ সাহিত্য সিরিজ ও ‘সবজান্তা’ কিশোর সাহিত্য সিরিজের ৫০টি গ্রন্থ। এছাড়াও ‘রয় চ্যাপম্যান অ্যান্ডুজ’র অনুবাদে লিখেছেন- ‘সেকালের আজব জানোয়ার’ সিরিজ।

উল্লেখ্য, বিপ্লবী সাংবাদিক মহীউদ্দিন আহমদ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ন্যাশনাল নিউজ ডেস্ক ইনচার্জ ও ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ’র (ওয়াইজেএফবি) ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা (এফএসএফডি) ও ফেনী থিয়েটারের সভাপতি কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন)-এর নানা।