সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
- Update Time : ১০:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১৫৭ Time View
দুই দিন বৃষ্টির পর রোববার থেকে দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে জেঁকে বসতে শুর করেছে শীত। রেকর্ড করা হয়েছে এই মৌসুমের সর্বনিু তাপমাত্রা। এতে ব্যাহত হয়েছে মানুষের জীবনযাত্রা। এছাড়া এদিন ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন স্থানে ব্যাহত হয়েছে নৌ চলাচলও।
দিনাজপুর : এক দিনের ব্যবধানে রোববার দিনাজপুরে তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন জেলায় সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে এটিই এই মৌসুমের সর্বনিু তাপমাত্রা। পৌষের আগে হঠাৎ তাপমাত্রা কমে আসায় মানুষ দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের অসহায় ও ছিন্নমূল মানুষ।
কুড়িগ্রাম : শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। রোববার সকালে কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, এদিন জেলায় সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপের মানুষজন।
গোয়ালন্দ (রাজবাড়ী) ও মানিকগঞ্জ : শীতের কারণে ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ৮ ঘণ্টা বন্ধ ছিল ফেরি ও লঞ্চ চলাচল। শনিবার রাত ১টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত এ রুট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, এ নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। ফেরি চালু হওয়ার পর আটকে থাকা যানবাহনগুলো পর্যায়ক্রমে পারাপার করানো
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়