সরাইলে ইটভাটায় স্বামীর হাতে স্ত্রী খুন

- Update Time : ০৩:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ২৬৭ Time View
আব্দুল মমিন, সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ইটভাটায় সন্তানের সামনে নয়ন তারা (৩৫) নামে এক নারীকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে।
শনিবার (১৩ মে) ভোরে সরাইল উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিক ফিল্ডে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ইটভাটার অন্য শ্রমিকরা সাথে সাথে পাষন্ড স্বামী চাঁন মোস্তফাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত নয়ন তারা কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার তিনঘুড়িয়া এলাকার চাঁন মোস্তাফার স্ত্রী৷
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্যান্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে স্ত্রী নয়ন তারা ও একমাত্র কন্যা তাজিন (১০) কে নিয়ে বসবাস করেন।
শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ঘুম থেকে জেগে যায় একমাত্র কন্যা সন্তান তাজিন। বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্তানের সামনেই চাঁন মোস্তফা দা দিয়ে কোপাতে থাকে তার স্ত্রীকে।
এই অবস্থায় কন্যা তাজিন ঘর থেকে দৌড়ে বের হয়ে পাশে ঘর গুলোর অন্যান্য শ্রমিকদের জেগে তুলে ঘটনাটি জানালে, তারা গিয়ে দেখেন নয়ন তারা রক্তাক্ত অবস্থায় নিথর দেহ মেঝেতে পড়ে আছে।
পরে চাঁন মোস্তফাকে তারা আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।