সরাইলে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

- Update Time : ০৯:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ২৯৯ Time View
আব্দুল মমিন, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১২ ই মে ২০২৩ ইং রোজ শুক্রবার আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে কেক কাটা র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন” আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির উদ্বোধন করেন সরাইল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নোমান মিয়া।
পরে বর্নাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে হাসপাতালের প্রধান সড়ক প্রদিক্ষিন করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। হাসপাতালে কর্মরত নার্স কর্মসূচীতে অংশ নেন।