ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সরকারি অফিসে এখনও ফ্যাসিবাদীদের চাটুকার বসে আছে: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনে বাধা; ফের সংঘর্ষ ও অগ্নিসংযোগ ন্যায়বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করে : প্রধান বিচারপতি রায় ছিড়ে ফেলার ঘটনায় নিজেকে বাঁচাতে উল্টো ম্যাজিস্ট্রেটকে পুলিশে সোপর্দের হুমকি জজের নির্বাচনের দিনক্ষণ ঠিক না হওয়ায় জনমনে প্রশ্ন উঁকি দিচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে ভেঙে পড়ে: প্রধান বিচারপতি মৌসুমের সেরা ফুটবলারের তালিকায় মেসি চীনের সঙ্গে কাজে কী ঝুঁকি- বাংলাদেশকে বোঝাবে যুক্তরাষ্ট্র নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান

সরকারি অফিসে এখনও ফ্যাসিবাদীদের চাটুকার বসে আছে: সারজিস আলম

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : ০৭:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৫৯ Time View

জাতীয় নাগরিক কমিটি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, ফ্যাসিবাদীদের অনেক চাটুকার এখনও সরকারি অফিসে ঘাপটি মেরে বসে আছে। তিনি আরও দাবি করেন যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে অক্ষম, সেখানে এনসিপির প্রতিনিধিত্ব অপরিহার্য।

রবিবার সকালে কিশোরগঞ্জে জেলা এনসিপির এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার পর সাংবাদিকদের সাথে কথোপকথনে তিনি এ সব মন্তব্য করেন।

সারজিস আলম তার বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি এবং গণভোটে জুলাই সনদের পক্ষে রায় আসার পরই কেবল এনসিপি সনদে স্বাক্ষর করবে। তিনি বলেন, “তার পূর্বে কোন নিশ্চয়তা ছাড়া, শুধুমাত্র একটি কাগজে লেখা সনদে স্বাক্ষর করে জনগণের সাথে প্রতারণা করা যাবে না।”

তিনি এনসিপির জোট গঠনের নীতিও স্পষ্ট করেন। তিনি বলেন, শুধু কয়েকটি আসন পাওয়ার জন্য এনসিপি জোট করবে না। তার মতে, যে দলই জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন, বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ে কমিটেড থাকবে, কেবল তাদের সাথেই এনসিপি নির্বাচনী ঐক্য গড়তে পারবে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তুলে সারজিস আলম বলেন, “নির্বাচন কমিশন অনেক জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাতদুষ্ট আচরণ করছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এনসিপিকে তাদের নির্বাচনী প্রতীক ‘শাপলা’ পেতে রাজপথে নামতে হয়, তাহলে তারা একই সাথে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতেও আন্দোলন চালাবে। তার মতে, এই কমিশনকে নিজের কাজ ও কথার মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় কমিটির সংগঠক খাইরুল কবির, সংগঠক সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় কমিটি সদস্য দিদার শাহ্ সহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

সরকারি অফিসে এখনও ফ্যাসিবাদীদের চাটুকার বসে আছে: সারজিস আলম

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
Update Time : ০৭:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক কমিটি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, ফ্যাসিবাদীদের অনেক চাটুকার এখনও সরকারি অফিসে ঘাপটি মেরে বসে আছে। তিনি আরও দাবি করেন যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে অক্ষম, সেখানে এনসিপির প্রতিনিধিত্ব অপরিহার্য।

রবিবার সকালে কিশোরগঞ্জে জেলা এনসিপির এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার পর সাংবাদিকদের সাথে কথোপকথনে তিনি এ সব মন্তব্য করেন।

সারজিস আলম তার বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি এবং গণভোটে জুলাই সনদের পক্ষে রায় আসার পরই কেবল এনসিপি সনদে স্বাক্ষর করবে। তিনি বলেন, “তার পূর্বে কোন নিশ্চয়তা ছাড়া, শুধুমাত্র একটি কাগজে লেখা সনদে স্বাক্ষর করে জনগণের সাথে প্রতারণা করা যাবে না।”

তিনি এনসিপির জোট গঠনের নীতিও স্পষ্ট করেন। তিনি বলেন, শুধু কয়েকটি আসন পাওয়ার জন্য এনসিপি জোট করবে না। তার মতে, যে দলই জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন, বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ে কমিটেড থাকবে, কেবল তাদের সাথেই এনসিপি নির্বাচনী ঐক্য গড়তে পারবে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তুলে সারজিস আলম বলেন, “নির্বাচন কমিশন অনেক জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাতদুষ্ট আচরণ করছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এনসিপিকে তাদের নির্বাচনী প্রতীক ‘শাপলা’ পেতে রাজপথে নামতে হয়, তাহলে তারা একই সাথে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতেও আন্দোলন চালাবে। তার মতে, এই কমিশনকে নিজের কাজ ও কথার মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় কমিটির সংগঠক খাইরুল কবির, সংগঠক সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় কমিটি সদস্য দিদার শাহ্ সহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।