ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতো না: নাহিদ

জাতীয় ডেস্ক
  • Update Time : ১০:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৬৯ Time View

বিভিন্ন ঘটনায় কিছু কিছু উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকারের আরও মানবিক ও দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। গতকালের ঘটনার পর থেকে যা যা হয়েছে, সেখানে আরো দায়িত্বশীল হলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেত না।

এ সময় নাহিদ বলেন, ২১ জুলাই তিনটার সময় আমাদের জানতে হচ্ছে এসএসসি পরীক্ষা স্থগিত। আবার কোনো উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাকে ফোন দিয়ে পাচ্ছে না। একটা সরকারে যদি এমন অবস্থা হয় নিজেদের মধ্যে সমন্বয়হীনতা- তাহলে কীভাবে হবে? দেশে ইমার্জেন্সি একটা সিচুয়েশন চলছে, ছাত্রসমাজ যে ট্রমার মধ্যে আছে সেখানে একটা সিদ্ধান্ত নিতে এত দেরি হলো।

এ সময় মাইলস্টোন শিক্ষার্থীদের দেওয়া ৬ দফা দাবির সঙ্গেও একাত্মতা পোষণ করেন তিনি।

বিমান বিধ্বস্তে হতাহতের সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ঘটনার বিষয়ে সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। তথ্য নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। সরকারের কাছে যতটুকু সত্য তথ্য আছে, সেটি সঠিকভাবে প্রকাশ ও প্রচার জরুরি। এতে গুজব ছড়াত না।

মাইলস্টোনের শিক্ষক-শিক্ষার্থীদের মরদেহ গুমের অভিযোগ বিষয়ে তিনি আরও বলেন, গতকাল রাতে থেকেই মরদেহ গুমের একটি অভিযোগ ওঠে। এক্ষেত্রে সরকার স্কুল কর্তৃপক্ষের সহায়তায় ওই সময় কতজন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন, কতজনের মরদেহ উদ্ধার হয়েছে, কত জন নিখোঁজ রয়েছেন এসব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে পারতেন। পাশাপাশি সময় ব্যবধানে তথ্য আপডেটের মাধ্যমে সঠিক তথ্য সবাইকে জানাতে পারতো।

এনসিপির আহ্বায়ক পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে সত্য তথ্য সবাইকে জানাতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা দরকার। এতে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞ ও স্কুল কর্তৃপক্ষের সদস্য রাখারও পরামর্শ দেন তিনি।

ব্রিফিংয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও কেন্দ্রীয় নেতা তাসনিম জারাসহ অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতো না: নাহিদ

জাতীয় ডেস্ক
Update Time : ১০:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বিভিন্ন ঘটনায় কিছু কিছু উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকারের আরও মানবিক ও দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। গতকালের ঘটনার পর থেকে যা যা হয়েছে, সেখানে আরো দায়িত্বশীল হলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেত না।

এ সময় নাহিদ বলেন, ২১ জুলাই তিনটার সময় আমাদের জানতে হচ্ছে এসএসসি পরীক্ষা স্থগিত। আবার কোনো উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাকে ফোন দিয়ে পাচ্ছে না। একটা সরকারে যদি এমন অবস্থা হয় নিজেদের মধ্যে সমন্বয়হীনতা- তাহলে কীভাবে হবে? দেশে ইমার্জেন্সি একটা সিচুয়েশন চলছে, ছাত্রসমাজ যে ট্রমার মধ্যে আছে সেখানে একটা সিদ্ধান্ত নিতে এত দেরি হলো।

এ সময় মাইলস্টোন শিক্ষার্থীদের দেওয়া ৬ দফা দাবির সঙ্গেও একাত্মতা পোষণ করেন তিনি।

বিমান বিধ্বস্তে হতাহতের সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ঘটনার বিষয়ে সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। তথ্য নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। সরকারের কাছে যতটুকু সত্য তথ্য আছে, সেটি সঠিকভাবে প্রকাশ ও প্রচার জরুরি। এতে গুজব ছড়াত না।

মাইলস্টোনের শিক্ষক-শিক্ষার্থীদের মরদেহ গুমের অভিযোগ বিষয়ে তিনি আরও বলেন, গতকাল রাতে থেকেই মরদেহ গুমের একটি অভিযোগ ওঠে। এক্ষেত্রে সরকার স্কুল কর্তৃপক্ষের সহায়তায় ওই সময় কতজন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন, কতজনের মরদেহ উদ্ধার হয়েছে, কত জন নিখোঁজ রয়েছেন এসব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে পারতেন। পাশাপাশি সময় ব্যবধানে তথ্য আপডেটের মাধ্যমে সঠিক তথ্য সবাইকে জানাতে পারতো।

এনসিপির আহ্বায়ক পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে সত্য তথ্য সবাইকে জানাতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা দরকার। এতে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞ ও স্কুল কর্তৃপক্ষের সদস্য রাখারও পরামর্শ দেন তিনি।

ব্রিফিংয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও কেন্দ্রীয় নেতা তাসনিম জারাসহ অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।