সম্পূর্ণ হলো গুচ্ছের ব্যবসা অনুষদের পরীক্ষা

- Update Time : ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ২১৮ Time View
গুচ্ছ ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের (ব্যবসা) ২০২২-২৩ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টা থেকে ১৯ টি কেন্দ্রে একই সময়ে শুরু হয়ে ১টা পর্যন্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা চলেছে।
এবার সি ইউনিট তথা ব্যবসায় শিক্ষা অনুষদে মোট আবেদন পড়েছে ৩৯ হাজার ৮৬৪ টি। যার ভেতর উপস্থিত হার ছিলো প্রায় ৯৭ শতাংশ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে সি ইউনিটে আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬ টি। আসন প্রতি লড়ছে ১২ জন ভর্তিচ্ছু।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মোস্তফা বলেন, আমাদের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু ভাবে হয়েছে। কোন ধরনের অভিযোগ ছাড়ায় আমরা এই বার ভর্তি পরীক্ষা সম্পূর্ণ করেছি
সার্বিক বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক বলেন, ব্যবসা অনুষদের পরীক্ষা সম্পূণ সুষ্ঠু ভাবে হয়েছে । গত বার যে অভিযোগ ছিলো, সেই অভিযোগ গুলো এইবার আমদের নিকটে আসে নি।
উল্লেখ্য গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়