ব্রেকিং নিউজঃ
ঢাবির বিশেষ সমাবর্তন
সমাবর্তন বক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ

জাননাহ, ঢাবি প্রতিনিধি
- Update Time : ০৩:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১১০ Time View
আগামী অক্টোবর মাসে বিশেষ সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশেষ এ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৬ জুলাই (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশেষ এ সমাবর্তনে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে।
বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে।