‘সবার সঙ্গে পরামর্শ করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা হবে’

- Update Time : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ১৩৩ Time View
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে।
তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই। ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের বেতন নিশ্চিত করতে হবে। সোমবার (০৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে প্রশ্ন তুলে বলেন, কেন তারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারছেন না, সে বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। নানামুখী স্টেকহোল্ডারদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার গুরুত্ব তিনি তুলে ধরেন এবং সাংবাদিক সংগঠনগুলোর ওপর সাংবাদিকতা নিয়ে কাজ করার দায়িত্বারোপ করেন।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা কী ছিল তা নিবিড়ভাবে পর্যালোচনা করতে হবে। এই সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনোকিছুই প্রচার করেনি।
নাহিদ ইসলাম বলেন, সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে তোলার লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে।
নওরোজ/এসএইচ