সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

- Update Time : ০৩:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ৬৫ Time View
বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। ৬ ঘণ্টা পর আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে এর পরও ভবনের কিছু জায়গায় আগুনের অস্তিত্ব ছিল। আরও প্রায় ৪ ঘণ্টার চেষ্টায়, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ভবনটির সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।
তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে ১৯ ইউনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।
এদিকে আগুন লাগা ৭ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের সামনে অবস্থান করছেন। তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৭ নম্বর ভবনের ৬ তলা থেকে নয়তলা পর্যন্ত ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস রয়েছে।
আগুন লাগার ঘটনায় সচিবালয়ের বিভিন্ন ভবন বিদ্যুৎহীন। লিফটগুলোও বন্ধ। তাই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করেও অফিস করতে পারছেন না।
বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। একটি বাদে সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার সবগুলো গেট বন্ধ রয়েছে।
সচিবালয়ের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী প্রেসক্লাবের দিকের ৫ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করছেন। তাই গেটের সামনে ভিড় জমে গেছে।
প্রবেশ করেও সচিবালয়ে অফিস করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরাসচিবালয় চত্বরে আড্ডা দিচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা
সচিবালয়ের ২০ তলা ৬ নম্বর ভবন বিদ্যুৎহীন। বিদ্যুৎ না থাকায় যারা প্রবেশ করেছেন তারা অফিস করতে পারছেন না। লিফট বন্ধ থাকায় ৬ নম্বর ভবনের উপরের তলার কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় চত্বরে অবস্থান করতে দেখা গেছে। অন্যান্য ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও সচিবালয় চত্বরে আড্ডা দিচ্ছেন।
কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, এ অবস্থায় আজকে সচিবালয় বন্ধ রাখা যেত। কষ্ট করে প্রবেশ করেও তো অফিস করা যাচ্ছে না।
আগুন লাগা ৭ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও সাত নম্বর ভবনের সামনে অবস্থান করছেন। তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৭ নম্বর ভবনের ৬ তলা থেকে নয় তলা পর্যন্ত ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবংসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়)।
কমিটিকে সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কি না তা উদঘাটন করতে বলা হয়েছে। এছাড়া এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশও দেবে তদন্ত কমিটি।
কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়