সংস্কারের পর কাল থেকে চালু হচ্ছে কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

- Update Time : ০৫:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ১৫১ Time View
সংস্কারের জন্য দীর্ঘ ১৭ দিন বন্ধ ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। সংস্কারের কাজ শেষ হওয়ায় আধুনিকতার ছোঁয়া নিয়ে নতুন রূপে আগামীকাল (০৯ জুলাই) থেকে চালু হচ্ছে ক্যাফেটেরিয়াটি।
মঙ্গলবার (০৮ জুলাই) ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ আল মাহবুব মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় চালু হয় গত ২২ জুন। এরপর গত ১৭ দিন সংস্কারের কাজের জন্য বন্ধ ছিলো ক্যাফেটেরিয়া। আগামীকাল (৯ জুলাই) থেকে নতুন রূপে চালু হচ্ছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।
নান্দনিক ইন্টেরিয়র ও আধুনিক সুযোগ- সুবিধা নিয়ে নতুন রূপে সাজানো হয়েছে এই ক্যাফেটেরিয়া। এটিতে যুক্ত করা হয়েছে ৪১টি ফ্যান, নতুন চেয়ার-টেবিল ও খাবার গরম রাখার জন্য বাণিজ্যিক ওভেন। নারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে পৃথক একটি ‘ফিমেল কর্ণার’। মেরামত করা হয়েছে বেসিন, পানির কল এবং ওয়াশরুমগুলোও।
এবিষয়ে ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘ক্যাফেটেরিয়ার খাবার ও পরিবেশ যাতে শিক্ষার্থীরা দারুণভাবে উপভোগ করতে পারে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। পরিচালনাকারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে তারা যেন চুক্তি অনুযায়ী খাবারের মান ও দাম ঠিক রাখে। সকল শিক্ষক-শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন ক্যাফেটেরিয়ায় যায় ও সুশৃঙ্খলভাবে ক্যাফেটেরিয়ার খাবারগুলো উপভোগ করে।’