শ্রীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন
- Update Time : ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৩০ Time View
গাজীপুরের শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা কৃষি অফিসে আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়।
শ্রীপুর উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা বন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ। আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, অতিরিক্ত কৃষি অফিসার লুৎফুন নাহার,কৃষি সম্প্রসারণ অফিসার,মোঃ মাহবুবুল আলম, আফরোজা সহ প্রমুখ। ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৮, ব্রি ধান ৮৯, ব্রি ধান ৯২, ব্রি ধান ১০১, ব্রি ধান ১০২, ব্রি ধান ১০৫ জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়। নতুন জাতের সম্প্রসারণ, আধুনিক চাষাবাদ ও উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে ৮৪০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,“কৃষকই দেশের খাদ্য নিরাপত্তার মূল চালিকা শক্তি। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের প্রতি সবসময় আন্তরিক। প্রণোদনার এই উপকরণ কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বস্তি এনে দেবে বলে আমরা বিশ্বাস করি।”
শ্রীপুর উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “রবি মৌসুমে কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করতে আমরা কৃষকদের পাশে রয়েছি। বিনামূল্যের এই বীজ ও সার কৃষকের উৎপাদন ব্যয় কমাতে এবং তাদের আরও উৎসাহিত করতে সহায়ক ভূমিকা রাখবে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়



































































































































































































