শ্রীপুরে দুইদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
- Update Time : ০৪:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ২৬৩ Time View
গাজীপুরের শ্রীপুরে দুইদিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিজ্ঞান, প্রযুক্তি এবং গণিতের প্রতি বিশেষ গুরুত্ব দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান,শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিসুর রহমান,শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ পিয়ারা নার্গিস,পিয়ার আলী বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল খায়ের,আবদুল আওয়াল কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল সহ প্রমুখ।
দুইদিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭ টি কলেজসহ মোট ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে এ মেলায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার পরিষদ চত্বরে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।



























































































































































































