ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিক হত্যার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ১১:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫৫ Time View

নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার বিচারের দাবিতে আজ বুধবার বিকেল ৫ ঘটিকার সময় গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্পের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে কলেজ গেট পর্যন্ত প্রদক্ষিণ করেন।

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে শত শত শ্রমিক অংশ নেন। তারা ব্যানার-প্ল্যাকার্ড হাতে হত্যার বিচার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সভাপতি তুহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন হাওলাদার এবং টঙ্গী আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল রানা যৌথভাবে বলেন, নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক মোঃ হাবিবকে জাতীয় বাহিনীর গুলিতে হত্যা করা হয়েছে। শ্রমিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একইসঙ্গে নারীদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায়ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতারা আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি, অথচ তারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। যদি শ্রমিক হত্যার বিচার না হয়, তবে গাজীপুরসহ সারা দেশের শ্রমিক সমাজ বৃহত্তর ও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

Please Share This Post in Your Social Media

শ্রমিক হত্যার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ১১:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার বিচারের দাবিতে আজ বুধবার বিকেল ৫ ঘটিকার সময় গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্পের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে কলেজ গেট পর্যন্ত প্রদক্ষিণ করেন।

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে শত শত শ্রমিক অংশ নেন। তারা ব্যানার-প্ল্যাকার্ড হাতে হত্যার বিচার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সভাপতি তুহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন হাওলাদার এবং টঙ্গী আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল রানা যৌথভাবে বলেন, নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক মোঃ হাবিবকে জাতীয় বাহিনীর গুলিতে হত্যা করা হয়েছে। শ্রমিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একইসঙ্গে নারীদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায়ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতারা আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি, অথচ তারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। যদি শ্রমিক হত্যার বিচার না হয়, তবে গাজীপুরসহ সারা দেশের শ্রমিক সমাজ বৃহত্তর ও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।