শ্রমিক মেরে সমস্যা সমাধান নয়: শ্রম উপদেষ্টা
- Update Time : ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১১ Time View
মজুরিসহ বিভিন্ন ইস্যুতে আগের মতো শ্রমিক মেরে বর্তমান সরকার সমস্যার সমাধান করতে চায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা সরকারের কাজ নয় উল্লেখ করে উপদেষ্টা আসিফ বলেন, শ্রমিকদের বকেয়া সরকার দিতে গেলে দেশের রাজস্ব খালি হয়ে যাবে। তিনি বলেন, শ্রমিকদের যারা বেতন দিচ্ছে না সেসব মালিককে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়।
তিনি বলেন, আমরা আগের মতো শ্রমিক মেরে সমস্যা সমাধান নয়, বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করছি। তবে তাৎক্ষণিক সমাধান একটি জটিল বিষয়।
খুব নাজেহাল অবস্থায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। শ্রম উপদেষ্টা বলেন, আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গেছি। ১৮ দফা নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ যৌথভাবে চুক্তি স্বাক্ষর করেছে।
তিনি বলেন, আগের মতো উদ্বোধন করে ছবি তুলে আমরা দায়সারা কাজ করবো না। আমরা শ্রমিকদের দেওয়া সুযোগ সুবিধা প্রতিনিয়ত মনিটরিং এ রেখেছি।
নওরোজ/এসএইচ