শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

- Update Time : ০৬:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ২৩৫ Time View
গাছ লাগাই, পরিবেশ বাচাই, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন- এ প্রতিপাদ্যকে সামনে রেখে, শনিবার শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিঃ যুগ্ম সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন।
এ সময় প্রধান অতিথি আমিনুর রহমান আমিন, বলেন আমাদের চারিপাশের পরিবেশ সুস্থ রাখার লক্ষে শহীদ জিয়ার আদর্শে তেশ গড়ার প্রত্যায়ে আমরা বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবো, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণ আর খাল খনন করে বিশ্ব রেকর্ড করেছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎসজীবী দল, ছাত্রদল ও তরুণ দলের শীর্ষ নেতৃবৃন্দ।