শ্যামনগরে যৌতুকের মামলাকে কেন্দ্র করে মারপিটে আহত ১

- Update Time : ১০:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ২৭২ Time View
সাতক্ষীরার শ্যামনগরে যৌতুক মামলার আসামীর বাড়ীতে হামলা করার পাশাপাশি মারপিটের ঘটনায় ইয়াদালী গাজী নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে শ্যামনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সে উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত্যু ধোনাগাজীর ছেলে।
হাসপাতাল ও অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পরানপুর এলাকার ইনছার সরদারের কন্যা নাজমা খাতুন সম্প্রতি যৌতুকের দাবীতে উক্ত ইয়াদালীর পুত্র হাফিজুর রহমানের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে ৯১৩/২৪ নং মামলা করে।
উক্ত মামলায় হাফিজুর রহমান ২৮/৫/২৫ তারিখে আদালত থেকে হাফিজুর জামিন পেয়ে পরের দিন বাড়ীতে তার শ্বশুর বাড়ীর অথ্যাৎ নাজমার বাড়ীর লোকজন দলবদ্ধ ভাবে হাফিজুরের বাড়ীতে হামলা চালায়। এ ঘটনায় হাফিজুরের বাবা ইয়াদালী বাধা দিলে তাকে ব্যাপক মারপিট করা হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় শ্যামনগর থানা নাজমার বাবা ইনছার সরদার ও মনিরুজ্জামান কে বিবাদী করে অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। তবে বিষয় টি নাজমার পরিবার সঠিক নয় বলে দাবী করেছে।