শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : রাশেদ খান

- Update Time : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ২৩৭ Time View
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে। তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়। আমরা যতটুকু তাদের থেকে শুনেছিলাম যে, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
তবে আজকের আলোচনা যেভাবে শুরু হয়েছে আমার কাছে মনে হলো নতুন করে আমরা আলোচনা শুরু করছি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছি। যেভাবে ভিন্নমত দেখলাম বিশেষ করে যে দলগুলো সর্বশেষ দিন বক্তব্য রেখেছিল একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট।
তারাও দেখলাম আজকে ইউটার্ন করেছে। তারা এখন বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট। আমি সেখানে স্পষ্ট করেছি যে, আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র জনগণ পছন্দ করে না। আপনি সকালে একটা বলবেন, বিকালে একটা বলবেন, আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন— এটা হতে পারে না।
রাশেদ বলেন, ঐকমত্য কমিশনে বলেছি তাহলে কি আমরা সেই গণঅভ্যুত্থানের পরে যখন ঐকমত্য কমিশন গঠিত হয় সেখানে ফিরে যাচ্ছি? যেখানে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার কথা সেখানে আজকের আলোচনা দেখে আমার কাছে মনে হয়েছে আমরা পিছনে ফিরে যাচ্ছি। আমি ঐকমত্য কমিশনকে স্পষ্টত জানিয়েছি, আপনারা যেমনভাবে আজকের এই আলোচনা দেখে হতাশ হচ্ছেন ঠিক একইভাবে আমরাও এই আলোচনা দেখে হতাশ হচ্ছি। এটা জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না।
রাশেদ আরো বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সামনে ফেব্রুয়ারি মাসে তারা জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দিবে। সেখানে আমরা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে ভিন্ন মত দেখাচ্ছি।
আমাদের দাবির মধ্যে প্রতিদিন মতপার্থক্য তৈরি করছি। এজন্য আমরা বলেছি যে, আরো এক মাস যদি আপনারা এইভাবে আলোচনা করেন কোনোভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না। আমরা নয়টি রাজনৈতিক দল বসেছিলাম, আলোচনা করেছি। দেখলাম আজকের এই ঐকমত্য কমিশনে তাদের মধ্যে ভিন্ন মত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়