শেখ হাসিনার বিচার গুলিস্তান মোড়ে করা উচিত: শামসুজ্জামান দুদু

- Update Time : ০৫:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৪৭ Time View
ছাত্র-জনতার ওপর গুলি চালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার গুলিস্তান মোড়ে করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আসে দিন যায়’ পত্রিকার উদ্যোগে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে গুলিস্তান মোড়ে বিচার করা উচিত মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, তাদের বিচার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালতে নয়, গুলিস্তান মোড়ে করা উচিত। তারা যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছে এটা ভাবা যায়? যারা হত্যাকারী তাদেরকে রক্ষা করার জন্য সেনাবাহিনী ছিল। আর এ দেশের কৃষক শ্রমিক যারা দেশকে রক্ষা করছে তাদের রক্ষার জন্য আনসার বাহিনীও ছিল না।
তিনি বলেন, স্বৈরাচার যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের বিচার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালতে নয়, গুলিস্তান মোড়ে করা উচিত।
তিনি আরো বলেন, এই দেশ স্বাধীন করতে এক সাগর রক্ত দিয়েছে মানুষ। এ রকম রক্ত পূর্ব এশিয়ার কোনো জাতি দেয়নি। শুধু তাই নয়, বিশ্বের অন্য কোনো জাতি দিয়েছে কি না আমার জানা নেই।
গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, মানবাধিকার কর্মী মঞ্জুর হোসেন ঈসা, কৃষক দল নেতা এসকে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
নওরোজ/এসএইচ