ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সরকারি অফিসে এখনও ফ্যাসিবাদীদের চাটুকার বসে আছে: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনে বাধা; ফের সংঘর্ষ ও অগ্নিসংযোগ ন্যায়বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করে : প্রধান বিচারপতি রায় ছিড়ে ফেলার ঘটনায় নিজেকে বাঁচাতে উল্টো ম্যাজিস্ট্রেটকে পুলিশে সোপর্দের হুমকি জজের নির্বাচনের দিনক্ষণ ঠিক না হওয়ায় জনমনে প্রশ্ন উঁকি দিচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে ভেঙে পড়ে: প্রধান বিচারপতি মৌসুমের সেরা ফুটবলারের তালিকায় মেসি চীনের সঙ্গে কাজে কী ঝুঁকি- বাংলাদেশকে বোঝাবে যুক্তরাষ্ট্র নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান

হাসিনা গুম, খুন ও দুর্নীতিতে সফল হলেও দেশের উন্নয়নে ব্যর্থ : পুতুল

লালপুর ( নাটোর) প্রতিনিধি
  • Update Time : ০৮:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৫৯ Time View

বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

শনিবার (২৫ অক্টোবর) উপজেলার শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘নারীর জাগরণ মঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি বলেন, “নারীদের ঘরে-বাইরে সমান মর্যাদা নিশ্চিত করতে লালপুর-বাগাতিপাড়ায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারী যদি একবার নিজে জাগে, তাকে কেউ থামাতে পারবে না”, মন্তব্য করে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

অ্যাড. ফারজানা শারমিন পুতুল আরও বলেন, “যে দেশে অর্ধেক ভোটার নারী, সে দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনস্বীকার্য। আজ লালপুরের হাজারো নারী একত্রিত হয়ে জানিয়ে দিচ্ছেন—তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারা প্রস্তুত।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’ ও ‘কৃষক কার্ড’। এর মাধ্যমে প্রতিটি পরিবার সামাজিক সুরক্ষা পাবে, কৃষকরা পাবে ফসলের ন্যায্যমূল্য ও সহজ ব্যাংক ঋণ। আর স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে।”

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে দুজন নারী শাসক ছিলেন—একজন দেশকে গড়েছেন, আরেকজন দেশকে ধ্বংসের পথে নিয়েছেন। আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সংসার, সমাজ ও দেশ গড়েছেন; অন্যদিকে শেখ হাসিনা গুম, খুন ও দুর্নীতিতে সফল হলেও দেশের উন্নয়নে ব্যর্থ।”

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আবেগভরে বলেন, “ভাইয়া, আপনি দেখে যান—লালপুরের নারীরা জেগে উঠেছে। তারা আপনার ৩১ দফার বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। আমরা বিএনপিকে জয়যুক্ত করে আপনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই, যেন এই দেশ মায়ের মতো এমন সন্তান পায়, যারা হবে জাতির সম্পদ, অভিশাপ নয়।”

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আলী জিন্নাহসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

হাসিনা গুম, খুন ও দুর্নীতিতে সফল হলেও দেশের উন্নয়নে ব্যর্থ : পুতুল

লালপুর ( নাটোর) প্রতিনিধি
Update Time : ০৮:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

শনিবার (২৫ অক্টোবর) উপজেলার শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘নারীর জাগরণ মঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি বলেন, “নারীদের ঘরে-বাইরে সমান মর্যাদা নিশ্চিত করতে লালপুর-বাগাতিপাড়ায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারী যদি একবার নিজে জাগে, তাকে কেউ থামাতে পারবে না”, মন্তব্য করে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

অ্যাড. ফারজানা শারমিন পুতুল আরও বলেন, “যে দেশে অর্ধেক ভোটার নারী, সে দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনস্বীকার্য। আজ লালপুরের হাজারো নারী একত্রিত হয়ে জানিয়ে দিচ্ছেন—তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারা প্রস্তুত।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’ ও ‘কৃষক কার্ড’। এর মাধ্যমে প্রতিটি পরিবার সামাজিক সুরক্ষা পাবে, কৃষকরা পাবে ফসলের ন্যায্যমূল্য ও সহজ ব্যাংক ঋণ। আর স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে।”

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে দুজন নারী শাসক ছিলেন—একজন দেশকে গড়েছেন, আরেকজন দেশকে ধ্বংসের পথে নিয়েছেন। আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সংসার, সমাজ ও দেশ গড়েছেন; অন্যদিকে শেখ হাসিনা গুম, খুন ও দুর্নীতিতে সফল হলেও দেশের উন্নয়নে ব্যর্থ।”

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আবেগভরে বলেন, “ভাইয়া, আপনি দেখে যান—লালপুরের নারীরা জেগে উঠেছে। তারা আপনার ৩১ দফার বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। আমরা বিএনপিকে জয়যুক্ত করে আপনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই, যেন এই দেশ মায়ের মতো এমন সন্তান পায়, যারা হবে জাতির সম্পদ, অভিশাপ নয়।”

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আলী জিন্নাহসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।