ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ শিলং থেকে ‘নব্য গডফাদার’ এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সালাহউদ্দিনকে ‘নব্য গডফাদার’ বলায় এনসিপি’র মঞ্চ ভাঙচুর, সভা পণ্ড স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী যাত্রাবাড়ীর আবাসিক হোটেলে শিশু হত্যার রহস্য উদঘাটন : ঘাতক গ্রেফতার জামায়াতের অনেক দায় কাধেঁ নিয়েছে বিএনপি – টুকু টেলিগ্রাম অ্যাপে ‘বিনিয়োগের ফাঁদ’ লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া দুই প্রতারক গ্রেপ্তার ফ্যাসিস্টরা জোট হয়ে ক্ষমতা ফিরে পেতে চক্রান্ত করছে: মির্জা ফখরুল রংপুরে গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ১, আহত ২৫ এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

শুধু বিএনপি নয়, অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়: সালাহউদ্দিন

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ১২৭ Time View

ছবিঃ সংগৃহীত

শুধু বিএনপি নয়, অধিকাংশ দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার জাপানে এক বক্তৃতায় বলেছেন- যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয় তাহলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। আমরা বলেছি, আপনার (প্রধান উপদেষ্টা) উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। আপনার উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা আছেন বিদেশ ভ্রমণ করেছেন ২০ বছর। এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসেছেন! তার (উপদেষ্টা) বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি কী পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না। আরও কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টা পরিষদে আছে।’

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সালাহউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সমস্ত সংস্কার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে করা সম্ভব। আপনি (প্রধান উপদেষ্টা) যদি না পারেন, তাহলে আমাদের বলেন, আমরা করে দিই।’

সালাহউদ্দিন বলেন, ‘আমি যদি এখন কথা বলি যে, আমাদের ভবিষ্যৎ রাজনীতি কী হবে, অনেক বেশি সেমিনার নিয়ে কথা বলতে হবে, অনেক বেশি বৈঠক করে কথা বলতে হবে। যিনি আমাদের আগামী দিনের এদেশের গণতান্ত্রিক যাত্রার প্রধান নায়ক, তারেক রহমান এখন সেই সমস্ত কর্মসূচি অলরেডি প্রণয়ন করে ফেলেছেন। এটাই হচ্ছে পরিকল্পনা। কিভাবে স্বাস্থ্য কার্ড দেবেন, কিভাবে একটা খাদ্যের জন্য রেশন কার্ডভিত্তিক ফ্যামিলি কার্ড দেবেন, কিভাবে মেধাবীদের জন্য শিক্ষার ব্যবস্থা করবেন, কিভাবে কৃষকদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব- এই সমস্ত কর্মসূচি প্রণয়ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু সবকিছু নির্ভর করছে গণতান্ত্রিকভাবে যদি একটি নির্বাচিত সরকার আসে, সেই নির্বাচিত সরকারের পরিকল্পনা হবে আমাদের ৩১ দফায় আমরা যা বলেছি। যদি একটি শক্তিশালী সাংবিধানিক কাঠামো দাঁড় হয়, যদি বাংলাদেশে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিতের উপর দাঁড়ায়, যদি সেই প্রতিষ্ঠানগুলো রক্ষাকবজ হিসেবে কাজ করে গণতন্ত্রের তাহলে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাব।’

Please Share This Post in Your Social Media

শুধু বিএনপি নয়, অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়: সালাহউদ্দিন

রাজনীতি ডেস্ক
Update Time : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

শুধু বিএনপি নয়, অধিকাংশ দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার জাপানে এক বক্তৃতায় বলেছেন- যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয় তাহলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। আমরা বলেছি, আপনার (প্রধান উপদেষ্টা) উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। আপনার উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা আছেন বিদেশ ভ্রমণ করেছেন ২০ বছর। এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসেছেন! তার (উপদেষ্টা) বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি কী পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না। আরও কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টা পরিষদে আছে।’

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সালাহউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সমস্ত সংস্কার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে করা সম্ভব। আপনি (প্রধান উপদেষ্টা) যদি না পারেন, তাহলে আমাদের বলেন, আমরা করে দিই।’

সালাহউদ্দিন বলেন, ‘আমি যদি এখন কথা বলি যে, আমাদের ভবিষ্যৎ রাজনীতি কী হবে, অনেক বেশি সেমিনার নিয়ে কথা বলতে হবে, অনেক বেশি বৈঠক করে কথা বলতে হবে। যিনি আমাদের আগামী দিনের এদেশের গণতান্ত্রিক যাত্রার প্রধান নায়ক, তারেক রহমান এখন সেই সমস্ত কর্মসূচি অলরেডি প্রণয়ন করে ফেলেছেন। এটাই হচ্ছে পরিকল্পনা। কিভাবে স্বাস্থ্য কার্ড দেবেন, কিভাবে একটা খাদ্যের জন্য রেশন কার্ডভিত্তিক ফ্যামিলি কার্ড দেবেন, কিভাবে মেধাবীদের জন্য শিক্ষার ব্যবস্থা করবেন, কিভাবে কৃষকদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব- এই সমস্ত কর্মসূচি প্রণয়ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু সবকিছু নির্ভর করছে গণতান্ত্রিকভাবে যদি একটি নির্বাচিত সরকার আসে, সেই নির্বাচিত সরকারের পরিকল্পনা হবে আমাদের ৩১ দফায় আমরা যা বলেছি। যদি একটি শক্তিশালী সাংবিধানিক কাঠামো দাঁড় হয়, যদি বাংলাদেশে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিতের উপর দাঁড়ায়, যদি সেই প্রতিষ্ঠানগুলো রক্ষাকবজ হিসেবে কাজ করে গণতন্ত্রের তাহলে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাব।’