শুক্রবার দেশের ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

- Update Time : ১০:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৬৫ Time View
বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ আগামী শুক্রবার ১২ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া শেষ হয়েছে। মুক্তির আগে থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে।
সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া হিন্দি সিনেমা আমদানি। ‘পাঠান’ মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, লায়ন; মানিকগঞ্জের নবীন; বগুড়ার মধুবনসহ দেশের অনেক প্রেক্ষাগৃহ ইতোমধ্যে পাঠানের পোস্টার টানানো হয়েছে।
পাঠান সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন বলেন, ‘পাঠান সিনেমাটি সারাদেশের ৪১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নিজস্ব সার্ভারের আওতায় পাঠান মুক্তি দেয়া হচ্ছে; ই-টিকেটিং ও বক্স অফিস। এর মধ্যে কয়েকটি শো’র অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে।’
বুধবার দুপুরে মামুন তার ফেসবুকে এক সপ্তাহের হল তালিকার একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘৪১ সিনেমা হল, ১৯৬ থেকে বেড়ে এখন ২০৬ শো সারা বাংলাদেশে’।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। এতে শাহরুখ খান ছাড়া আরও অভিনয় করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়